বাংলা হান্ট ডেস্ক: শীত-বৃষ্টির যুগলবন্দীতে নাজেহাল বাংলার (West Bengal) মানুষ। কিছুদিন আগে অবধি যে বাঙালি বলছিল, ‘আগের মত আর শীত পড়েনা’, সেই বাঙালিই এখন ঠাণ্ডায় ঘরবন্দী। গত সপ্তাহতেই উত্তরবঙ্গের (North Bengal) পাহাড় থেকে শুরু করে দক্ষিণবঙ্গের (South Bengal) মালভূমি__ বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা। আর এবার ফের একবার বৃষ্টির ঘোষণা করল ভারতীয় মৌসম ভবন (India Meteorological Department)। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) হাওয়া অফিসের।
হাওয়া অফিস বলছে, আজ থেকেই নয়া খেল দেখাবে বাংলার আবহাওয়া (Weather)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে মোট দুটি ঘূর্ণাবর্ত (Vortex) তৈরি হয়েছে বলে খবর। একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর। অপরটি রয়েছে দক্ষিণ কর্ণাটক থেকে পূর্ব বিদর্ভ পর্যন্ত। এই ঘূর্ণাবর্ত দুটির জেরেই আগামী হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ছত্তিশগড়ের কয়েকটি অংশে।
দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে?
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ মঙ্গলবার বৃষ্টিতে ভিজবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে আবহাওয়া শুষ্ক থাকবে পশ্চিমের জেলাগুলিতে। আপাতত বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বাঁকুড়া, পুরুলিয়ার ওপর দিয়ে।
আরও পড়ুন : ‘এই সুর্পনখা ক্ষমতায় থাকলে…’, বাংলার ভয়াবহ ভবিষ্যৎ আশঙ্কা করে মমতাকে তোপ শুভেন্দুর
বুধবার ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশ। তবে আগামী বৃহস্পতিবার থেকেই বৃষ্টির রেশ কমে আসবে। সেদিন মোট দুটি (দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর) জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন : ED-র গ্যাঁড়াকলে রাজ্য সরকার! দুর্নীতি রুখতে বড় বদল গ্রুপ ডি-র নিয়োগে, বড় ঘোষণা নবান্নর
উত্তরবঙ্গের আবহাওয়া : মঙ্গলবার হালকা বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের মত জেলাগুলিতে। বুধবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে আর বৃষ্টির সম্ভাবনা দেখছেনা মৌসম ভবন। তবে তুষারপাত হতে পারে দার্জিলিঙে। বৃহস্পতিবারও আবহাওয়া বেশ শুষ্কই থাকবে বলে খবর।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট