বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Case) মামলায় সেই ২০২২ সালের আগস্ট মাসে ইডির (Enforcement Directorates) হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। এদিকে এই একই মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র (Kalighater Kaku) ওরফে কালীঘাটের কাকু। এতদিন এদের হয়ে আদালতে সওয়াল করছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত (Advocate General Kishore Dutta)। এবার তার ভূমিকায় প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট।
বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম দুই অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও সুজয়কৃষ্ণ ভদ্রের শুনানি ছিল। এদিন এই দুজনার জামিন চেয়ে আদালতে সওয়াল করেন রাজ্যের এজি। সেই সময়ই প্রশ্ন তুলে বিচারপতি বলেন, “আপনি এদের হয়ে সওয়াল করছেন কেন? আপনি তো রাজ্যের এজি!’’
এদিন রাজ্যের এজির কাণ্ড দেখে আদালতে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বিচারপতি ঘোষ। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে প্রশ্ন করে বলেন, ‘‘আপনার কাছে অনুমতি আছে?’’ বিচারপতি বলেন, ‘‘আপনি যদি পার্থ চট্টোপাধ্যায় বা সুজয়কৃষ্ণের মামলাতে আইনজীবী হিসাবে সওয়াল করতে চান তবে আগে আপনাকে রাজ্যের কাছ থেকে আপনাকে বিশেষ অনুমতি নিয়ে আসতে হবে। রাজ্য যদি অনুমতি দেয়, তাহলে সেক্ষেত্রে আদালতের কোনও অসুবিধা নেই।’’ এদিন পার্থ ও কাকুর জামিনের মামলা মুলতবি হয়ে যায়।
আরও পড়ুন: ডেডলাইন পাঁচ দিন! ‘ফেরার’ শাহজাহানকে ধরতে বিরাট চাল ED-র, বিপাকে ‘প্রভাবশালী’ তৃণমূল নেতা
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে রাজ্যের নতুন এজি পদে দায়িত্ব নেন কিশোর। এদিকে পার্থ, সুজয় এদের হয়ে তিনি বহুদিন আগে থেকেই হাই কোর্টে জামিনের মামলা লড়ছেন কিশোর। আগে হাতে নেওয়া পুরোনো মামলা লড়তেই এদিন আদালতে এসে বিচারপতির প্রশ্নের মুখে পড়েন রাজ্যের এজি। সব শেষে আগামী ৮ ফেব্রুয়ারি পার্থের জামিনের মামলার এবং আগামী ৫ ফেব্রুয়ারির সুজয়কৃষ্ণ ভদ্রের মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি।