শিক্ষক, রেশন দুর্নীতি অতীত! এবার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে কোটি কোটি টাকা নয়ছয়, তোলপাড় দক্ষিণ ২৪ পরগনা

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতির পর এবার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতাতেও (Corruption in Annual Sports Competition) নাকি দুর্নীতি! তাও আবার কয়েক কোটির। আর শিক্ষকদেরই একাংশ এই অভিযোগ তুলে সরব হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) প্রাথমিক স্কুলের (Primary School) ঘটনা ঘিরে এখন রীতিমতো শোরগোল।

প্রতিবছরই প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ২০০৯ সাল থেকে এই ক্রীড়া অনুষ্ঠান পরিচালনার জন্য রাজ্যের শিক্ষা দফতর থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ করা হয়। তবে রাজ্যের দেওয়া টাকার পরও এই ক্ষেত্রে দেদারে দুর্নীতি চলছে বলে অভিযোগ সামনে এসেছে।

প্রসঙ্গত, রাজ্য শিক্ষা দফতর তরফে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য ৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। জেলার সাব ডিভিশনের জন্য বরাদ্দ করা হয় ১ লক্ষ টাকা। সার্কেলের জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়। প্ৰতি বছর এই ক্রীড়া প্রতিযোগিতা স্বচ্ছতার সাথে পরিচালনা করতে ২ জন জেলার কো-অর্ডিনেটর এবং ৯ জন সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করে শিক্ষা দফতর। তবে অভিযোগ, এর পরেও স্বচ্ছতা আনা যায়নি।

জেলার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতাতেকে কেন্দ্র করে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলে এবার সরব হলেন শিক্ষকদেরই একাংশ। বুধবার এই নিয়ে ডায়মন্ডহারবার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে একটি ডেপুটেশন জমা করেন ওই শিক্ষকরা।

south 24 parganas

আরও পড়ুন: ইন্ডিয়া ‘মহা’ জোটকে ধোঁকা! মোদীর হাত ধরে পদ্ম শিবিরে ফিরছেন JDU প্রধান নীতীশ কুমার!

তাদের অভিযোগ, রাজ্য শিক্ষা দফতর ক্রীড়া অনুষ্ঠান পরিচালনার জন্য যে পরিমাণ বরাদ্দ দেয় তা দিয়ে ভালোভাবেই ক্রীড়া অনুষ্ঠান করা যায়। তবে এরপরও কিছু চক্র বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষক ও স্কুলগুলির কাছ থেকে জোরপূর্বক ভয় দেখিয়ে টাকা তোলে। জেলায় এইরকম মোট ৫১ টি চক্র এই কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ। শিক্ষকদের অভিযোগ এভাবে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেক্ষেত্রে সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। শিক্ষা দফতরের পক্ষ থেকে এই বিষয় দেখার জন্য যে কমিটি রয়েছে সেই কমিটিতে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। তাই দুর্নীতি দমনে এই কমিটিকেও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর