বাংলা হান্ট ডেস্ক: আপাতত বন্ধ হয়েছে বৃষ্টির (Rainfall) দাপট। দুদিন থেকে আর ওই ভেজা স্যাঁতস্যাতে পরিবেশ নেই। আজ প্রজাতন্ত্র দিবসের দিন দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলাতেই বৃষ্টি হয়নি। উত্তর থেকে দক্ষিণ হালকা উঁকি দিয়েছে রোদ, ওদিকে শীতের আমেজ আছেই। তবে একটা প্রশ্ন রয়েই যাচ্ছে। এই আবহাওয়া কতদিন? ফের বৃষ্টি হাজির হবে নাতো? এইসব আশঙ্কার মধ্যেই মন খারাপ করা খবর দিল আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার বদল ঘটতে পারে। ফের একবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আজ থেকে টানা ২৯ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা গড়াতেই পরিষ্কার আকাশ থাকবে।
আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে ফের উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করবে। এর জেরেই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে
তবে আজ থেকে আগামী চারদিন বঙ্গে বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই বললেই চলে। ২৬ থেকে ২৮ জানুয়ারির মধ্যে দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের বাকি আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন: ‘অভিনয়ের জন্য না, বেইমানি আর কুৎসার পারিশ্রমিক’, মিঠুন পদ্মভূষণ পেতেই যা বললেন কুণাল…
ওদিকে সিকিমে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সর্তকতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টা মালদহ এবং দুই দিনাজপুরে কোল্ড পরিস্থিতি থাকবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে ঘন কুয়াশার সতর্কতা থাকছে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।