ফুঁসছে গভীর নিম্নচাপ! ফের বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় তোলপাড়? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: দুদিন হল বৃষ্টি বিরক্ত করেনি দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষকে। হাড় কাঁপানো শীত না পড়লেও শীতের আমেজ দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়ার মুডের কোনো ঠিক নেই। এই ভালো তো এই খারাপ। আপাতত ভেজা স্যাঁতস্যাতে পরিবেশ থেকে রেহাই পেয়েছে সাধারণ মানুষ। তবে এরই মধ্যে ফের একবার বৃষ্টির (Rainfall) সম্ভাবনার কথা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ফের আবহাওয়ার বড়সড় ভোলবদলের ইঙ্গিত৷

আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) সূত্রে খবর, সাইক্লোনিক সার্কুলেশন এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের একবার শীত বৃষ্টির জোড়া দাপট চলবে।
মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার বদলের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা বৃষ্টিতে ভিজবে।

ঘূর্ণাবর্তটি বিস্তৃত রয়েছে বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকার সমুদ্রতল থেকে ১.৫ কিমি থেকে ৩.১ কিমি পর্যন্ত৷ পশ্চিম রাজস্থান ও তার সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে ফের উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করবে। এসবের জেরেই বৃষ্টি চলবে।

যদিও আজ থেকে টানা ২৯ জানুয়ারি পর্যন্ত বৃষ্টি হবেনা দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। সকালে হালকা কুয়াশায় ঢাকা থাকলেও বেলা গড়াতেই পরিষ্কার আকাশ থাকবে। উঁকি দেবে রোদ। তবে জানুয়ারির শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রাও।

weather rain

আরও পড়ুন: আজকের রাশিফল ২৭ জানুয়ারি, বড়সড় সুসংবাদ পাবে এই তিন রাশি

বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। ওদিকে ২৬ থেকে ২৮ জানুয়ারির মধ্যে দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের বাকি আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সিকিম এবং দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টির পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর