বাংলা হান্ট ডেস্কঃ বিচারপতি গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সেন। শনিবার ছুটির দিনে নজিরবিহীন শুনানি চলল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। মেডিক্যাল কলেজের ভর্তির মামলাকে কেন্দ্র করে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ও ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন (Justice Soumen Sen) সংঘাতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে তাতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। আর এদিন সেই শুনানির মাঝেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Singhvi) বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে তার মক্কেলের কিছু বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে চান।
অভিষেকের আইনজীবী সুপ্রিম কোর্টে নেতার বক্তব্য তুলে ধরেন। আইনজীবী মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় (justice abhijit ganguly) তার সব নির্দেশেই কোনও না কোনওভাবে আমার নাম টেনে আনেন। এক্ষেত্রে আমিও এই মামলার সাথে যুক্ত হতে চাই। আমার বক্তব্যও শোনা হোক।’ অভিষেকের আইনজীবীর বক্তব্য, “আমার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে।”
অভিষেকের আবেদনে সলিসিটর জেনারেলের আপত্তি থাকলেও সুপ্রিম কোর্ট এতে অনুমতি দিয়েছে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Dhananjaya Y. Chandrachud) জানিয়েছেন আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। সেই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজের বক্তব্য আদালতে পেশ করতে পারবেন।
প্রসঙ্গত, রাজ্যে এমবিবিএসে ভর্তিতে দুর্নীতির অভিযোগ উঠলে সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। তবে কিছুক্ষণের মধ্যেই সেই নির্দেশের ওপর মৌখিক স্থগিতাদেশ জারি করেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন (Justice Soumen Sen)। আর এই ইস্যুতেই সংঘাতে জড়িয়ে পড়েন দুই বিচারপতি।
বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের নির্দেশনামায় লিখেছিলেন, বড়দিনের ছুটির আগে শেষ যে দিন আদালতের কাজ হয়, সেদিন বিচারপতি অমৃতা সিনহাকে হাইকোর্টে নিজের চেম্বারে ডেকে পাঠিয়ে বিচারপতি সেন বিচারপতি সিনহাকে কিছুটা রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়ে বলেন, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যত রয়েছে। তাই তাকে বিরক্ত করা চলবে না না।
এখানেই শেষ নয়, বিচারপতি সিনহার বেঞ্চের লাইভ স্ট্রিমিং বন্ধ করার পাশাপাশি তার বেঞ্চে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে ২টি মামলা রয়েছে তা খারিজ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় এও জানান যে বিচারপতি সিনহাই তাকে এই বিষয়ে সবটা জানিয়েছেন। বিচারপতি সেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলেও এদিন মন্তব্য করেন বিচারপতি গাঙ্গুলি।
আরও পড়ুন: নামছে তাপমাত্রা! তিন দিন পরই ঝড়-বৃষ্টি, দক্ষিণবঙ্গের কোথায় কোথায় সতর্কতা? আবহাওয়ার খবর
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারপতি সৌমেন সেনকে বিচারপতির পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুই বিচারপতির বেনজির সংঘাতের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট। শনিবার এই নিয়ে শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। বিচারপতি সেন বনাম বিচারপতি গঙ্গোপাধ্যায় ইস্যুতে দু’তরফেরই বিচারপ্রক্রিয়া স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাতের জেরে মেডিকেলে ভর্তি মামলা সংক্রান্ত সব বিচারপ্রক্রিয়া স্থগিত করে দিয়েছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি স্থগিত করা হয়েছে সিবিআই তদন্তও। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। তার আগে পর্যন্ত সমস্ত পক্রিয়া স্থগিত থাকবে। সেই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও শোনা হবে।