বাংলা হান্ট ডেস্ক : বিহারের রাজনীতিতে আজ ‘সুপার সানডে’। নীতীশের হাবভাবে অবাক বিরোধীরাও। সকলেরই বক্তব্য, কেন এমনটা করলেন নীতীশ কুমার? আসন্ন নির্বাচনে নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিজয়রথ থামাতে মোট ২৬টি বিরোধী দল মিলে তৈরি হয়েছিল মহাগঠবন্ধন। যে জোটের মূল কাণ্ডারী ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) তথা জেডিইউ নেতা নীতীশ কুমার (Nitish Kumar)। আর এবার তিনিই পদত্যাগ করলেন।
বিগত কয়েকদিন ধরেই নীতীশের দল বদলের গুজবে মাতোয়ারা ছিল জাতীয় রাজনীতি। গুঞ্জন আসছিল, ফের একবার জোট বদলে পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার (Nitish Kumar)। গতকাল অবধি খবর মিলেছিল, শনিবার বিকেলের মধ্যেই রাজ্যপাল রাজেন্দ্র অরলেকরের সঙ্গে দেখা করে ইস্তফা দিতে পারেন তিনি। আর এবার সেটাই সত্য হল।
এইদিন বেলা ১২টা বাজার আগেই রাজ্যপালের সাথে দেখা করে ইস্তফা দিলেন তিনি। সেই সাথে স্পষ্ট ভাষায় জানালেন, ‘এবার আমি বিজেপির সাথেই ফিরে আসব।’ এখানেই থেমে না থেকে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকেও নিলেন একহাত। নীতীশের কথায়, ‘লালু প্রসাদ যাদবের পার্টির ব্যবহার ঠিক নয়।’ প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদে এ নিয়ে অষ্টম বার ইস্তফা দিলেন নীতীশ কুমার। ঘটনাপ্রবাহ বলছে, আজ বিকেলের মধ্যেই নবম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।
বিস্তারিত আসছে…..