সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ! ধামাকা অফার Samsung Galaxy S23 ফোনে, দাম শুনলেই অর্ডার করবেন

বাংলাহান্ট ডেস্ক : দেশে ফ্ল্যগশিপ ফোনগুলোর তালিকায় বেশ উপরের দিকে রয়েছে Samsung Galaxy S23 5G। মোবাইল প্রেমীদের কাছে এখন অন্যতম আকর্ষণীয় একটি ফোন Samsung Galaxy S23 5G। তবে প্রিমিয়াম এই ফোনের দাম অনেককেই চিন্তায় ফেলে। সম্প্রতি ফ্লিপকার্ট এই ফোনের উপর দিচ্ছে আকর্ষণীয় অফার।

সাধারণ দামের থেকে এই ফোন Flipkart থেকে কিনলে অনেকটাই সস্তা পড়বে। দুর্দান্ত ক্যামেরা থেকে শক্তিশালী প্রসেসর, স্যামসং এর এই ফোন আইফোন 15 এর থেকে কোনো অংশে কম যায়না। সাধারণত Samsung Galaxy S23 5G মডেলের দাম 89,999 টাকা। তবে ফ্লিপকার্ট এই ফোনের উপর দিচ্ছে 27% ছাড়।

আরোও পড়ুন : এক যুগ পেরিয়ে গেলেও হাল ছাড়েননি প্রিয়রঞ্জন! পতাকা কুড়োতে পথে নামেন ‘ফ্ল্যাগ ম্যান’

মাত্র 64,999 টাকা খরচ করলেই আপনারা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন Samsung Galaxy S23 5G।দুর্দান্ত ক্যামেরা Samsung Galaxy S23 5G এর অন্যতম আকর্ষণীয় ফিচার। ট্রিপল ক্যামেরা সেটআপ আছে এই ফোনে। 50 এমপি ওয়াইড, 12 এমপি আল্ট্রাওয়াইড এবং 10 এমপি টেলিফটো লেন্স ও 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনে। 

img 20240129 124805

4K রেজুলেশনে হাই কোয়ালিটি রেকর্ডিং সম্ভব এই মডেলে। 3,900mAh ব্যাটারি সম্পন্ন এই ফোনে 23W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট ও 10W ওয়্যারলেস এবং 4.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনের শক্তিশালী ব্যাটারি আপনাকে দেবে গোটা দিনের ব্যাকআপ। Flipkart-এ অত্যন্ত সস্তায় আপনারা কিনতে পারেন এই প্রিমিয়াম ফোনটি। আকর্ষণীয় এই ছাড় বেশি দিন থাকবে না।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর