বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে চিন (China) যে সঙ্কটের (Crisis) মধ্যে রয়েছে সেটা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। ঠিক সেই আবহেই এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিনের সবথেকে বড় রিয়েল এস্টেট কোম্পানি Evergrande দেউলিয়া হওয়ার পথে রয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ওই কোম্পানিটিকে হংকংয়ের আদালত সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধের নির্দেশ দিয়েছে। এই কারণে আজ কোম্পানিটির শেয়ারে ট্রেডিং বন্ধ করা হয়েছে। জানিয়ে রাখি যে, Evergrande-এর ওপর ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ রয়েছে।
কিভাবে সমস্যায় পড়ল Evergrande: উল্লেখ্য যে, Evergrande-কে চিনের বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়। চিনে প্রোপার্টি বুম শেষ হওয়ার পর কোম্পানিটি ক্রমাগত সমস্যার সম্মুখীন হচ্ছিল। এদিকে, করোনার মতো ভয়াবহ মহামারীর কারণে জারি হওয়া লকডাউন কোম্পানির অসুবিধাকে আরও বাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায়, Evergrande ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে ডিফল্ট করতে শুরু করে।
এরপরে, কোম্পানির অন্যতম ঋণদাতা টপ শাইন গ্লোবাল হংকং আদালতে ওই কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করে। যেখানে বলা হয়েছিল যে, Evergrande যদি ঋণ পরিশোধ করতে না পারে সেক্ষেত্রে শহরে থাকা সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ দিতে হবে।
একটি মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে যে, Evergrande-এর ৯০ শতাংশ সম্পত্তি চিনের মূল ভূখণ্ডে রয়েছে। এমতাবস্থায়, এই সিদ্ধান্ত কোম্পানিতে খুব একটা প্রভাব ফেলবে না। চিনা মিডিয়া অনুসারে, কোম্পানিটির ২৩৬ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ রয়েছে। যার মধ্যে নগদ হাসিল করার জন্য কোম্পানিটি ৫০ বিলিয়ন ডলার হারিয়েছে।
আরও পড়ুন: ঘাতক এবং নির্ভুল! এবার তৈরি হবে ‘Made In India Rafale’, করা হবে গোটা বিশ্বে রফতানি, নয়া চমক ভারতের
চিনের অর্থনীতিতে কি প্রভাব পড়বে: এই প্রসঙ্গে মিন্টের রিপোর্টে বলা হয়েছে যে, হংকং আদালতের দেওয়া এই সিদ্ধান্ত Evergrande-এ কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। যদিও, আদালতের এহেন সিদ্ধান্তে চিনে এই সেক্টরের বেহাল দশার চিত্রই ফের স্পষ্ট হয়েছে। উল্লেখ্য যে, রিয়েল এস্টেট সেক্টরকে সঙ্কট থেকে উদ্ধার করতে চিন সরকার ইতিমধ্যেই বেশকিছু বেলআউট প্যাকেজ জারি করেছে। যার ফলে প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার মূল্যের ঋণ উপলব্ধ করা হয়েছে।