বাংলা হান্ট ডেস্ক: মাঘে শীত-বৃষ্টির (Winter-Rainfall) জোড়া আক্রমণ! জানুয়ারির শীতে কাবু উত্তরবঙ্গের মানুষ। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও বজায় রয়েছে শীতের আমেজ। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস, আজ থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলবে। সকাল থেকে সারা দিন আংশিক মেঘলা থাকবে আকাশ। সন্ধ্যা হতেই ঝেঁপে বৃষ্টি নামতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি বেশি। গতকালের থেকে প্রায় ৩ ডিগ্রি মত বেড়েছে তাপমাত্রা। ওদিকে হাজির অসময়ের বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। এর জেরেই বদলে যাবে আবহাওয়া। রাজ্যে আর বেশিদিন শীত স্থায়ী হবেনা বলেও জানা যাচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। চলবে শুক্রবার পর্যন্ত। আজ বৃষ্টির সম্ভাবনা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। আগামীকাল বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতে। জানা যাচ্ছে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। যার জেরে ফের ভিজতে চলেছে রাজ্য। যদিও আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুব বড় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বুধ ও বৃহস্পতিবার। আকাশ মেঘলাই থাকবে। ওদিকে কমবে শীতের আমেজ, আরও বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: চক্ষুশূল মমতা! বাংলার মুখ্যমন্ত্রীকে INDIA জোটের কো-অর্ডিনেটর মানতে না পেরেই জোট ছাড়েন নীতীশ
বুধ থেকে শনিবারের মধ্যে উত্তরেও হবে বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং ও সিকিমে এই দুই জায়গাতেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বুধবার বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।