উন্নত হবে বন্দে ভারতের প্রযুক্তি, লাইনে নামবে আরও অমৃত ভারত! বাজেটে কপাল খুলতে চলেছে রেলের

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছর দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট হতে চলেছে। জানা যাচ্ছে মোদি সরকার বাজেটে রেলের (Indian Railways) জন্য বরাদ্দ করতে পারে ৩.২০ লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেমি হাইস্পিড ট্রেনের উন্নতির জন্য টাকা বরাদ্দ করা হতে পারে। রেল বোর্ডের কর্তারা জানাচ্ছেন, আগামী মার্চ মাসের মধ্যে ট্র্যাকে নামবে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস।

বাজেটের (Budget) অর্থ দিয়ে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের বগি তৈরি, দুর্ঘটনা রোধ করার জন্য বিশেষ প্রযুক্তি, অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের কোচ নির্মাণ, নতুন ট্র্যাক নির্মাণ, লাইন ডাবলিং ও লাইন গেজ লাইনে পরিবর্তনের জন্য ব্যবহৃত হবে। চেন্নাইয়ের আই সি এফ ফ্যাক্টরিতে দ্রুত গতিতে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরির কাজ চলছে।

আরোও পড়ুন : বকেয়া ডিএ মিটিয়ে দেবে সরকার? বিপুল হারে বাড়বে বেতন! বাজেটের আগে বড় আপডেট

রাজধানী এক্সপ্রেসের জায়গায় চালানো হবে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই শতাব্দী এক্সপ্রেসের জায়গা দখল করেছে বন্দে ভারত এক্সপ্রেস। গোটা দেশে ৮০টিরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস চলছে এখন। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে ভবিষ্যতে আরও বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা বাড়ানো হবে।

আরোও পড়ুন : বিলাসবহুল গাড়ি, ব্যাংকে কোটি কোটি টাকা! চমকে দেবে বিগ বস বিজয়ী মুনাওয়ার ফারুকীর সম্পত্তি

গত বাজেটে রেলওয়ের জন্য বরাদ্দ করা হয়েছিল ২.৬০ লক্ষ কোটি টাকা। ধারণা করা হচ্ছে আগামী বাজেটে এই অংকটা গিয়ে দাঁড়াতে পারে ৩.২০ লক্ষ কোটি টাকায়। ভবিষ্যতে আরো বেশি করে অমৃত ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। বাজেটের অর্থ দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস এর পাশাপাশি অমৃত ভারত এক্সপ্রেস এর সংখ্যা বাড়ানো হবে।

920953 612172 588351 indian railways

 

রেলের এক কর্তা জানাচ্ছেন, দিল্লি-মুম্বাই, দিল্লি-কলকাতা এবং অন্যান্য ব্যস্ত রেলপথে সংঘর্ষবিরোধী প্রযুক্তি বর্ম স্থাপনের কাজ আগামী অর্থবর্ষে করা হবে। এছাড়াও এবারের রেল বাজেটে গুরুত্ব দেওয়া হবে যাত্রীবাহী ট্রেনের গতি বাড়ানোর লক্ষ্যে। রেলওয়ের অবকাঠামো যেমন- নতুন রেল লাইন, ডাবলিং লাইন, ট্রিপলিং, গেজ কনভার্সন ইত্যাদি কাজ করা হবে বাজেটের টাকা দিয়ে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর