২৪ ঘণ্টা ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার নাবালিকার গলাকাটা দেহ! তুমুল চাঞ্চল্য মালদায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মালদার (Malda) ইংরেজবাজারে উদ্ধার হল নিখোঁজ স্কুল ছাত্রীর গলা কাটা দেহ (Dead body)। দেহ উদ্ধারের পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ইংরেজবাজারের আমবাজার এলাকার একটি গোডাউনের পাশ থেকে উদ্ধার হয়েছে মৃতদেহটি। মৃত ছাত্রী পঞ্চম শ্রেণীর পড়ুয়া।

এই নাবালিকাকে কে বা কারা নৃশংস ভাবে হত্যা করল তা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে আলোড়ন। জানা গেছে মৃত ছাত্রী নিখোঁজ ছিল ২৪ ঘন্টারও বেশি সময় ধরে। মৃত ছাত্রীর বাবা পেশায় একজন ব্যবসায়ী। অভিযোগ উঠছে এই ছাত্রীকে অপহরণ করা হয়ে থাকতে পারে। একদিনেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর বুধবার রাতে ছাত্রীটির মৃতদেহ উদ্ধার হয়।

আরোও পড়ুন : খিস্তি ইস্যুতে এবার বিস্ফোরক রূপম! নাম নিলেন রামকৃষ্ণেরও, বাদ দিলেন না নিজের বাবাকেও

প্রাথমিক তদন্তে অনুমান শারীরিকভাবে অত্যাচার করেই ছাত্রীটিকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করার পর একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ গ্রেপ্তার করেছে এক যুবককে। মৃত ছাত্রীর কাকা উমেশ কেশরি জানিয়েছেন, ভাইঝিকে খোঁজাখুঁজি করছিলাম সকাল থেকেই। সঞ্জয় কেশরির ছেলের একটা গোডাউন রয়েছে এখানে।

img 20240201 140538

ওখানেই গলাকাটা দেহ দেখতে পাই। এই ঘটনার পর সন্দেহভাজন যুবকের বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। এমনকি উঠেছে বাড়ি ভাঙচুরের অভিযোগও। মৃত ছাত্রীর পরিবারের লোকজন বিক্ষোভ দেখান থানাতে গিয়েও। মৃত ছাত্রীর কাকা অভিযোগ করেছেন তাদের বাড়ির মেয়েকে অপহরণ করে খুন করা হয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X