বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক সরকারি কর্মচারীদের কাছেই DA (Dearness Allowance) হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেটির দাবিতে প্রায়শই সরব হতে দেখা যায় কর্মচারীদের। এদিকে, আমাদের রাজ্যে বেশ কয়েক মাস ধরেই বকেয়া DA-র জন্য আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা। এমনকি, DA-র দাবিতে রাস্তায় ধর্নাও দিতে দেখা গিয়েছে তাঁদের। সুপ্রিম কোর্টে হয়েছে মামলাও। যেটির শুনানি আগামী কিছুদিনের মধ্যেই হওয়ার কথা রয়েছে।
এমতাবস্থায়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA-র প্রসঙ্গে বড় আপডেট সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর নিঃসন্দেহে আনন্দিত হবেন তাঁরা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই লেবার ব্যুরোর তরফে গত বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরের জন্য All India Consumer Price Index Numbers For Industrial Workers তথা AICPI-IW প্রকাশ করা হয়েছে।
ওই সাম্প্রতিক পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির দিকেই ইতিবাচক ইঙ্গিত করেছে। তবে, সামগ্রিকভাবে সূচকে কিছুটা পতন হলেও DA বৃদ্ধির সম্ভাবনা রয়ে গেছে। উল্লেখ্য যে, বর্তমানে AICPI সূচক ০.৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮.৮-এ। এটি আগের মাসের তুলনায় ০.২২ শতাংশ হ্রাস পেয়েছে। এদিকে, এই পরিসংখ্যানের ভিত্তিতে, ২০২৪ সালের অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও ৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: পেট্রোল-CNG-র চেয়েও চলবে সস্তায়! খরচের চিন্তা কমিয়ে দেবে নতুন WagonR, রয়েছে দুর্দান্ত ফিচার্স
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা যথাক্রমে ৪৬ শতাংশ DA এবং DR পান। এমতাবস্থায়, যদি এই ভাতা ৫০ শতাংশে পৌঁছে যায়, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সামগ্রিক বেতন সহ পেনশনভোগীদের পেনশনেও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি ঘটবে। মূলত, এই বৃদ্ধির ফলে বিধি অনুসারে House Rent Allowance এবং Children Education Allowance স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পেয়ে যাবে।
আরও পড়ুন: গ্লোবাল হয়ে উঠল স্বদেশী পেমেন্ট সিস্টেম! এবার UPI-র মাধ্যমে কাটা যাবে আইফেল টাওয়ারের টিকিটও
এর পাশাপাশি TA, গ্র্যাচুইটি সিলিং সহ আরও একাধিক ক্ষেত্রেও বৃদ্ধি ঘটবে। এদিকে, এই সংশোধিত DA-র হারের বিষয়ে এখনও সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে, অনুমান করা হচ্ছে যে, এটি মার্চের শেষের দিকে ঘোষণা করা হবে।