বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় প্রথমে জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালু আর তারপর তার সূত্র ধরে সদ্য গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্ৰিয় (Jyotipriya Mallick) ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য (Shankar Adhya)। তার গ্রেফতারির পর আদালতে ইডি জানায়, ইডি আদালতে জানায়, হাসপাতালে থাকাকালীন চিঠির মাধ্যমেই নাকি মেয়ের সঙ্গে যোগাযোগ করতেন জ্যোতিপ্ৰিয়। প্ৰিয়দর্শনীর কাছে থেকেই জ্যোতিপ্রিয়র লেখা এক চিঠি উদ্ধার হয়। সেই চিঠি থেকেই শঙ্করের নাম সামনে এসেছে।
জ্যোতিপ্রিয়র লেখা এই চিঠি নিয়ে সেই প্রথম থেকেই বিস্তর জলঘোলা হচ্ছিল। ধৃত শংকরও সেই চিঠির কথা আগেই অস্বীকার করেছিলেন। আর এবার ইডির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন শংকরের আইনজীবী। শংকরের আইনজীবীর দাবি, ইডি তার মক্কেলের নামে কোনও সমনই পাঠায়নি।
শনিবার জেল হেফাজতের মেয়াদ শেষে শংকরকে আদালতে হাজির করানো হয়েছিল। আদালতের শংকরের আইনজীবীর দাবি, প্রথমে তার মক্কেলের কাছে ইডির নাম নিয়ে একটি নোটিস যায়। প্রথম নোটিসের পরিপ্রেক্ষিতে এক মাসের সময় চাওয়া হয়েছিল। কিন্তু পরে জানা যায়, ইডি সেই নোটিস পাঠায়নি।
ওদিকে নোটিসে থাকা কিউআর কোড যাচাই করে দেখা যায় নোটিসে শংকর নয়, তার বদলে নাম রয়েছে অন্য ব্যক্তির। যার নাম রাকেশ সিং-র। অর্থাৎ তার মক্কেলের নামে কোনও নোটিসই দেয়নি ইডি। ওদিকে সমন না পাঠানোর বিষয়টি স্বীকার করে নেয় ইডির আইনজীবীও। এই বিষয়ে ইডির ডেপুটি ডিরেক্টর জানান, “ওই সমন আমরা পাঠাইনি। কীভাবে গিয়েছিল তার তদন্ত করা হবে।” বিচারকও এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে একধাক্কায় ৪ ডিগ্রি নামবে তাপমাত্রা! কাল থেকেই ফের বৃষ্টি শুরু কলকাতায়: আবহাওয়ার খবর
শংকরের তরফে এদিন জামিনের আবেদন জানানো হয়নি। তবে আদালতে শংকরের শারীরিক অবস্থা নিয়ে সওয়াল করেন তার আইনজীবী। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আদালতে বলেন, “জেলে আছি। জামিন চাইছি না। কিন্তু চিকিৎসা চাইছি। কিছু পরীক্ষা করার দরকার রয়েছে। আমি নিজের খরচেও করতে পারি।” জেলে ঠিকমতো পরিষেবা মিলছে না বলেও অভিযোগ করা হয়। তবে এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি আদালত। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।