বাংলা হান্ট ডেস্ক : স্মার্ট দিদি নন্দিনীকে (Nandini Didi) কে না চেনে না। কলকাতার (Kolkata) বুকে পাইস হোটেলের মালিক তিনি। যদিও এখন তার আস্তানা বদলেছে। ডালহৌসির বদলে তিনি এখন দোকান খুলেছেন নিউটাউনে। ডালহৌসির অফিস পাড়ার ফুটপাতের দোকান থেকে ভাইরাল হন এই কন্যে। দিনদিন বেড়েছে তার জনপ্রিয়তা। এখন তো তিনি দু’দুটো হোটেল চালাচ্ছেন।
নন্দিনী দিদির পর বাজারে এসেছে আরও অনেকেই, তবে স্মার্ট দিদিকে টেক্কা দিতে পারেনি কেউই। এই যেমন বনগাঁর মিষ্টি দিদি তো ৯০ টাকায় খাসির মাংস ভাতের থালির দৌলতে সুপারহিট। ওদিকে বর্ধমানের মুনমুন দিদি আবার ১০০ টাকায় পোলাও মাংস খাওয়াচ্ছেন। এসবের মাঝে সকলের অভিযোগ, নন্দিনী দিদির দোকানে খাবারের দাম বেশ চড়া।
সোশ্যাল মিডিয়া খুললেই ইতিউতি অভিযোগ শোনা যায়, নন্দিনী দিদির হোটেলের খাবারের দাম প্রায় রেস্টুরেন্টের খাবারের মত দাম। আর এবার সেটা নিয়েই মুখ খুললেন নন্দিনী দিদি। এইদিন ‘মস্তি ভ্লগ বাঙালি’র সাথে এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, ‘সবাই বলছে তোমার দোকানে মাছের দাম বেশি’। এর নেপথ্য কারণ কী?
আরও পড়ুন : বাজেটের বাইরে গিয়ে ধার করছে মমতার সরকার! কন্যাশ্রী-রূপশ্রী নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল CAG
জবাবে নন্দিনী দিদি বেশ স্পষ্ট ভাষায় বলেন, ‘আমার ব্যবসা আমি করব… আমি কাউকে গিয়ে জিগ্গেস করছি এত কম দামে কেন বিক্রি করছে। যার খাওয়ার সে খাবে, যে পারবে না সে খাবে না।’ এরপর তিনি তার ব্যবসা সম্পর্কে আরও বলেন, ‘সব ব্যবসায়ী এক ধরণের ব্যবসা করে কম্পিটিশন কোথায় হবে, তারা খেতে পারলে খাবে, না হলে আসবে না। কম দামের তো অনেক দোকান রয়েছে সেখানে খাবে।’
আরও পড়ুন : শক্তি বাড়াছে NDA, বিজেপির সহযোগী হতে পারেন নবীন পট্টনায়ক! ওড়িশা সফরে বড় ইঙ্গিত মোদীর
স্মার্ট দিদির এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। নেটিজনদের মতে, ‘নন্দিনী দিদির অহঙ্কারের শেষ নেই।’ অপর একজন লিখেছেন, ‘এই ওভার স্মার্ট দিদিকে নিয়ে কেন যে এতো বাড়াবাড়ি করে বুঝি না বাপু’। নিজের দুই দোকানের জিনিসপত্রের দাম প্রসঙ্গে তিনি আরও বলেন, তার দোকানের কোনও নির্দিষ্ট রেট চার্ট নেই। যেমন মেনু বদলায় তেমন দামও বদলায়।