বাংলা হান্ট ডেস্ক : কোভিডকালে ‘মা’কে হারিয়েছিলেন আর এবার প্রয়াত হলেন দিদা ভারতী দেবী (Bharati Devi)। সূত্রের খবর, কোনও রোগ ব্যাধি নয়, বার্ধক্য জনিত কারণে ইহলোক ত্যাগ করলেন অরিজিৎ সিং-র দিদা। রবিবার দুপুরে এই দুর্ঘটনার কথা শুনেই শ্মশানে ছুটে এলেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। শ্মশান ঘাটে দিদার শেষকৃত্য দেখতে এসে পৌঁছালেন তার স্ত্রী কোয়েল রায়ও।
মিডিয়া সূত্রে খবর, গায়কের দিদার শেষকৃত্য সম্পন্ন হয়েছে আজিমগঞ্জ পৌরসভা পরিচালিত জিয়াগঞ্জ শহরে। সেখানেই গঙ্গা নদীর তীরে যে মহা শ্মশান রয়েছে সেখানেই দাহ করা হয় ভারতী দেবীর মৃতদেহ। দেহ নিয়ে আসার পরপর অরিজিৎ সিং-ও তার স্কুটিতে করে শ্মশানে আসেন। সাথে ছিলেন তার স্ত্রী কোয়েল।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন অরিজিৎ সিং-র মা। কোভিড কালে মৃত্যু হয় তার। মায়ের মৃত্যুর পর রীতিমত শোকে বিহ্বল হয়ে পড়েন তিনি। ভেঙে পড়ে তার গোটা পরিবার। সেই ধাক্কা সামলে ওঠার আগেই এবার পরলোক গমন করলেন অরিজিৎ-র দিদা। ঘটনাপ্রসঙ্গে গায়েকের বাবা সুরিন্দর সিং জানিয়েছেন, রবিবার দুপুর নাগাদ তার মায়ের মৃত্যু হয়। সেই সময় পরিবারের সকলেই উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : ‘খেতে না পারলে আসবে না..’, চড়া দামের অভিযোগ উঠতেই মেজাজ হারাল নন্দিনী দিদি! নিন্দার ঝড় নেটপাড়ায়
এই মুহূর্তে ভারতের সেরা গায়কদের একজন হলেন অরিজিৎ সিং। তার সারল্য, তার প্রতিভার কাছে মাথা নোয়াতে বাধ্য হয় দেশের তাবড় তাবড় ব্যক্তিবর্গরা। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও তিনি থাকেন নিজের পৈতৃক ভিটে জিয়াগঞ্জেই। সেখানেই তার বাবার একটি হোটেলও রয়েছে। যেখানে নূন্যতম কিছু টাকার বিনিময়ে পেটভরে খাবার খেতে পারেন গরিব দুঃখী মানুষজন।