আমজনতার জন্য সুখবর! এবার রেশন কার্ডে চাল, গম ছাড়াও মিলবে এই শস্যটি

বাংলাহান্ট ডেস্ক : ভারতের প্রত্যেকটি জনগণের জন্য রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে। করোনা মহামারীর সময় থেকে রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল-গম ও অন্যান্য খাদ্যশস্য দিচ্ছে সরকার।

ক্যাটেগরি অনুযায়ী রেশন কার্ডে বরাদ্দের পরিমাণ ভিন্ন হয়ে থাকে। বর্তমান সময়ে দাঁড়িয়ে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে। বিশেষ করে ভারতের মতো দেশে অধিকাংশ মানুষ খাদ্যশস্যের জন্য নির্ভরশীল রেশন ব্যবস্থার উপর। তবে আগামী দিনে রেশন কার্ডের মাধ্যমে আরো বড় সুবিধা পেতে চলেছেন সুবিধাভোগীরা।

আরোও পড়ুন : পার্লারে গিয়েছিলেন কনে, তারপরেই উধাও প্রেমিকের হাত ধরে! বিয়ের আসর থেকেই তুলে আনা হল বরকে

ভারতের প্রায় ৮০ কোটি পরিবার রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে থাকে। সরকার এই পরিবারগুলিকে প্রতি মাসে বিনামূল্যে চাল ও গম সরবরাহ করে থাকে। তবে সরকারের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের আগে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হল রেশন কার্ড নিয়ে।

আরোও পড়ুন : আসছে অত্যাধুনিক প্রযুক্তি, বড়সড় সিদ্ধান্ত নিচ্ছে রেল! ভোল বদল হবে ৪০টি এই ডিভিশনের ট্রেনের

এবার আরও একটি খাদ্য সামগ্রী বিনামূল্যে পেতে চলেছেন সুবিধাভোগীরা। এই খবরটি উত্তরপ্রদেশের বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই রাজ্যের বাসিন্দারা রেশনের মাধ্যমে আরও একটি বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন। কেন্দ্রীয় সরকার এবার সুবিধাভোগীদের সরবরাহ করবে বিনামূল্যে গম, চাল এবং মোটা শস্য।

free ration to poor nfsa 1671857436006 1671857436256 1671857436256

জানা যাচ্ছে রেশন কার্ডের মাধ্যমে গম এবং চালের সাথে আপনাকে বিনামূল্যে বাজরাও দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। সরকারি সূত্রে খবর, সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ডধারীরা বাজরা পাবেন সরকারের পক্ষ থেকে। এই সুবিধা রেশন কার্ড হোল্ডাররা চলতি ফেব্রুয়ারি মাস থেকেই পেতে চলেছেন বলে জানা গেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর