বাংলা হান্ট ডেস্ক : লোকসভা ভোটের আঁচে বেশ উত্তপ্ত দেশের হাওয়া। ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজধানী দিল্লির হাওয়া। তার মাঝেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে (Jahar Lal Nehru) বেনজির আক্রমণ করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মোদীর ক্ষুরধার আক্রমণ থেকে বাদ যাননি নেহরু কন্যা ইন্দিরাও (Indira Gandhi)।
এইদিন সংসদ ভবনে দাঁড়িয়ে কংগ্রেসকে তোপ দেগে নমো বলেন, ‘ওরা ভারতীয়দের অলস ও বোকা ভাবতেন’। কংগ্রেসের পরিবারতন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, শতাব্দী প্রাচীন এই দলটি বরাবরই ভারতকে ছোট করে দেখছে। নেহরুর একটি ভাষণকে হাতিয়ার করে তিনি বলেন, ইউরোপিয়ানদের মতো কঠিন পরিশ্রম করে না ভারতীয়রা। জাপানি, চিনা, রাশিয়ান বা আমেরিকানদের মতো খাটে না তারা।’
একই সাথে ইউরোপিয়ানদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, ‘ওদের (ইউরোপিয়ানদের) উন্নতি জাদুবলে হয়নি। পরিশ্রম করতে হয়েছে। বুদ্ধি খাটিয়ে তারা সে জায়গায় পৌঁছেছে। এর থেকেই বোঝা যায়, ওরা ভারতীয়দের অলস ও বোকা ভাবতেন। ভারতীয়দের কর্মক্ষমতায় আস্থা ছিল না নেহরুর। একই মনোভাব ছিল ইন্দিরাজিরও।’
সংসদ ভবনে দাঁড়িয়ে নমো ইন্দিরা গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ইন্দিরাজী একবার লাল কেল্লা থেকে বলেছিলেন, দুর্ভাগ্যবশত এটা আমাদের স্বভাব যে যখন কোনও ভালো কাজের মধ্য়ে প্রতিযোগিতা থাকে আমরা আত্মতুষ্টিতে ভুগি আর যখন বাধা আসে তখন আমরা আশা হারিয়ে ফেলি। মাঝেমধ্যে মনে হয় গোটা দেশ হার স্বীকার করে নিয়েছে। আর আজকের কংগ্রেসকে দেখে মনে হয়, ইন্দিরাজী দেশের মানুষকে কমজোরি বলে ভাবতেন, তবে তিনি কংগ্রেসের ভালো মূল্যায়ন করেছিলেন।’
তবে কেবল নেহরু এবং ইন্দিরাকে কটাক্ষ করেই ক্ষান্ত থাকেননি নরেন্দ্র মোদী। তিনি ভালোরকম তুলোধুনো করেন রাহুল গান্ধীকেও। নমোর কথায়, কংগ্রেসের এই হালের জন্য কেবলমাত্র রাহুল গান্ধীই দায়ী। বিগত ১০ বছরে বহু নতুন মুখকে সুযোগ দেওয়া যেত তবে কেবল পরিবারতন্ত্রের কারণেই সেই জায়গা আঁকড়ে ধরে বসে আছে রাহুল গান্ধী। নমোর কথায়, ‘নতুনরা উঠলে ওরা ঝাপসা হয়ে যেত। তাই নিজের জায়গা ছাড়েনি ওরা।’