বাংলা হান্ট ডেস্ক: শীত বিদায়ের পালা। আর তার আগে ঘন ঘন মুড সুইং। দক্ষিণবঙ্গে (South Bengal) তো শীতের আমেজ নেই বললেই চলে। দিনের গরমে পাখা চালানোর জোগাড়। অনেকটাই বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শহর কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে দক্ষিণের জেলা গুলিতে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
সবথেকে অদ্ভুত বিষয় হল এবার মাঘ মাসেই ‘উষ্ণ’ দিনের সাক্ষী দক্ষিণবঙ্গ। চলতি সপ্তাহেই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে ভোরের দিকে।
আবহাওয়ার পূর্বাভাসে অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকালও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বর্তমানে উত্তরের হাওয়া একেবারেই সক্রিয় নয়, পাশাপাশি ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। দুই এর জেরে লাগাতার বাড়ছে গরম। যদিও পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।
আরও পড়ুন: ‘নিশ্চিত ভাবে DA সরকারি কর্মচারীদের অধিকার’, মন্তব্য রাজ্যের ‘এই’ মন্ত্রীর, চরম অস্বস্তিতে মমতা
হাওয়া অফিসের অনুযায়ী, আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্ক কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আরও বেশ কিছুদিন ঠান্ডার আমেজ বজায় থাকবে উত্তরে।