বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে Paytm। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই Paytm-এর লক্ষ লক্ষ গ্রাহক এটা নিয়ে চিন্তিত যে, তাঁদের টাকা আদৌ নিরাপদে থাকবে কি না। ঠিক এই আবহেই এবার একটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। মূলত, জল্পনা শুরু হয়েছে যে, ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) Jio Financial Services Limited নাকি Paytm-এর Wallet বিজনেস কিনতে পারে। এমন পরিস্থিতিতে এবার এই বিষয়ে বড় তথ্য সামনে এসেছে।
ইতিমধ্যেই Paytm-এর মালিক সংস্থা One97 Communications এবং Jio Financial এই বিষয়ে তাদের মতামত স্পষ্ট করেছে। পাশাপাশি, এটাও শোনা যাচ্ছিল যে, HDFC ব্যাঙ্ক Paytm-কে বাঁচানোর চেষ্টা করছে। তবে এই বিষয়ে ব্যাঙ্কের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য সামনে আনা হয়নি।
কি জানিয়েছে Jio Financial: শিল্পপতি মুকেশ আম্বানির সংস্থা Jio Financial Services এই প্রসঙ্গে গত সোমবার স্পষ্ট করে জানিয়েছে যে, তারা “Paytm Wallet” কেনার বিষয়ে One97 কমিউনিকেশনের সাথে কোনো আলোচনার পক্ষে নেই। এমতাবস্থায়, শেয়ার বাজারে দেওয়া বিশদ বিবরণে, Jio Financial Services Limited জানিয়েছে যে, এই বিষয়ে মিডিয়ায় যে সমস্ত খবর চলছে তা সবই জল্পনা। পাশাপাশি, সংস্থাটি এই ধরণের কোনো আলোচনায় জড়িত নেই বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: LIC-র নয়া নজির! প্রথমবারের মতো বিরাট কারনামা করল বিমা সংস্থা, হল ৩৫ হাজার কোটির ফায়দা
কি জানিয়েছে Paytm: এদিকে, Paytm-ও এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। শেয়ার বাজরের তরফে চাওয়া ব্যাখ্যায় Paytm একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে যে, Jio Financial-এর সাথে যেকোনো ধরণের চুক্তির বিষয়টি নিছকই জল্পনা। এটির কোনো ভিত্তি নেই এবং এটি বাস্তবিকভাবে ভুল।
প্রসঙ্গত উল্লেখ্য যে, Paytm Payments Bank-এর পরিষেবা নিষিদ্ধ করেছে RBI। এমতাবস্থায়, কেন্দ্রীয় ব্যাঙ্কের এহেন নির্দেশের ফলে Paytm Payments Bank কোনো নতুন আমানত গ্রহণ করতে পারবেনা। পাশাপাশি, ২০২৩ সালের মার্চ থেকেই নতুন গ্রাহক যুক্ত করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি, RBI Paytm Payments Bank-এর গ্রাহকদের তাঁদের টাকা খরচ করার জন্য আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে।