বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের শুরুতেই বাংলায় ফের ইডি হানা (ED Raid)। বিগত কিছুদিন ধরে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে রাজ্যে দফায় দফায় তল্লাশি চালিয়ে তদন্তকারী সংস্থা। কিছুদিন আগেই রেশন দুর্নীতি ইস্যুতে শহর জুড়ে ম্যারাথন অভিযান চালায় ইডি। তবে এবার খাদ্য বা শিক্ষা দুর্নীতি নয়। সূত্রের খবর এবার ১০০ দিনের কাজে ‘দুর্নীতি’র (100 days work) তদন্তে নেমে মুর্শিদাবাদে (Murshidabad) এক পঞ্চায়েত কর্মীর (ex Panchayat worker) বাড়িতে হানা দিয়েছে ইডি। যা নিয়ে রীতিমতো শোরগোল ছড়িয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বহরমপুরের বিষ্ণুপুর রোড এলাকায় রথীন দে নামে এক প্রাক্তন পঞ্চায়েতের কর্মীর বাড়িতে হানা দেয় ইডির টিম। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা বাড়ি। এরপরই ওই পঞ্চায়েত কর্মীকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকেরা। জমির দলিল থেকে শুরু করে বাড়ির সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, নথি ইত্যাদি খুঁটিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, নওদা পঞ্চায়েতে নির্মাণ সহায়ক হিসাবে দীর্ঘ দিন কাজ করেছেন ওই কর্মী। সেই সময়ই তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপরই এদিন সোজা তার বাড়িতে পৌঁছে যায় ইডি। উল্লেখ্য, ১০০ দিনের কাজে দুর্নীতিতে তদন্ত এই প্রথম কোনও পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডির তল্লাশি অভিযান।
কী অভিযোগ এই রথীনের বিরুদ্ধে? সূত্রের খবর, দুবছর আগে পঞ্চায়েতের কর্মী থাকাকালীন তার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পের প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই টাকা নাকি রথীন নিজের এবং পরিবারের এক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন। কর্মরত অবস্থায় এই বিশাল আর্থিক তছরূপের অভিযোগ উঠতে তাকে সাসপেন্ড করা হয়। তবে এবার সেই অভিযোগের সূত্র ধরেই তার বাড়িতে হানা দিল ইডি।
আরও পড়ুন: কালীঘাটের কাকুকে ‘মেডিক্যালি আনফিট’ বলে রিপোর্ট দিল SSKM, ঠিক কী হয়েছে সুজয়কৃষ্ণর?
জানা গিয়েছে রথীন সহ তার পরিবারের সদস্যদেরও জেরা করছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার গাড়ির চালককেও। তবে কেবল মুর্শিদাবাদেই নয়, আজ সকাল থেকে ১০০ দিনের কাজে ‘দুর্নীতি’র তদন্তে রাজ্যের চার জেলায় হানা দিয়েছে ইডি। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়ের হওয়া মোট ৫টি মামলার প্রেক্ষিতে তল্লাশি অভিযানে নেমেছে ইডি।