বাংলাহান্ট ডেস্ক : বাঙালির কাছে ঘুরতে যাওয়া মানে দীঘা-পুরী কিংবা দার্জিলিং। তবে এক জায়গায় যেতে বারবার কার ভালো? অনেকেই চান কিছু অফবিট স্থানে ঘুরতে যেতে। আমরা অনেকেই তাই মাঝেমধ্যে অফবিট জায়গা সম্পর্কে জানতে আগ্রহী হই। আমরা বিভিন্ন প্রতিবেদনে এই ধরনের জায়গা সম্পর্কে আপনাদের জানাই।
আজ আমরা যে জায়গাটি সম্পর্কে আলোচনা করছি সেখানকার প্রকৃতির রূপ ভুবনমোহিনী। একবার এই জায়গায় গিয়ে পৌঁছালে আর ফিরে আসতে মন চাইবে না। অনেকে এটিকে ‘মিনি আন্দামান’ বলেও ডেকে থাকেন। শিয়ালদা থেকে মাত্র ৭০ টাকা খরচ করেই আপনারা পৌঁছে যেতে পারেন এই জায়গায়। ঘুরতে যাওয়ার কথা বললেই আমাদের প্রথমে মাথায় আসে বাজেটের চিন্তা।
আরোও পড়ুন : ঠাকুর পরিবারের সন্তান তিনি! রবীন্দ্রনাথ সম্পর্কে কে হন? এবার মুখ খুললেন অভিনেত্রী শর্মিলা নিজেই
অনেকেই রয়েছেন যারা টাকার চিন্তায় নিজেদের ট্রিপ প্ল্যান বদল করে নেন। তবে আমরা আজ আপনাদের এমন একটি জায়গা সম্পর্কে জানাচ্ছি যেখানে অত্যন্ত কম খরচে এক দিনের জন্য ঘুরে আসতে পারেন। এই জায়গায় যাওয়ার জন্য আপনাদের প্রথমে পৌঁছাতে হবে শিয়ালদা স্টেশন।
আরোও পড়ুন : দিঘায় ঘুরতে যাওয়াই হল কাল! গণধর্ষণের শিকার তরুণী, গাছে বেঁধে পৈশাচিক কাণ্ড পর্যটকের সঙ্গে
শিয়ালদা থেকে উঠে পড়তে হবে নামখানা বা কাকদ্বীপগামী যে কোনো ট্রেনে। এরপর আপনাদের নামতে হবে কুলপি স্টেশনে। কুলপি স্টেশন থেকে টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন কুলপি মোড়। সেখান থেকে পায়ে হেঁটে অথবা টোটো করে আপনারা চলে যান কুলপি নদীর ধারে।
কুলপি নদীর ধারের সৌন্দর্য সত্যিই অবর্ণনীয়। মনে হবে হঠাৎ করে যেন চলে এসেছেন কলকাতা থেকে বহু দূরের কোনও নাম না জানা প্রকৃতির বৈচিত্র্যময় এক স্বর্গ রাজ্যে। কুলপি নদীর ধারে প্রিয়জনের কাঁধে মাথা রেখে অথবা বন্ধু-বান্ধবদের সাথে কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা।