বাংলা হান্ট ডেস্ক : বিগত বহুদিন ধরেই ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) নিয়ে বিতর্ক তুঙ্গে। সেই বিতর্কের মাঝেই উত্তরাখণ্ড বিধানসভায় (Uttarakhand Assembly) পেশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি বিল। সূত্রের খবর, ইতিমধ্যেই বিল প্রসঙ্গে সর্বসম্মতিক্রমে মঞ্জুরি দিয়েছে পুস্কর সিং ধামির ক্যাবিনেট। শোনা যাচ্ছে লিভ ইন থেকে শুরু করে বহু বিবাহ একাধিক বিষয়ে কড়া নিয়ম লাগু হতে চলেছে এই বিলের সৌজন্যে। চলুন দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম।
১. এই বিলে যেসব জিনিস বাধ্যতামূলক হতে চলেছে তার মধ্যে একটি হল বিবাহের বয়স। বিয়ের সময় পুরুষের বয়স ২১ এবং মহিলার বয়স ১৮ হতেই হবে। অন্যথা হলে ২০,০০০ টাকার জরিমানা ধার্য্য করা হয়েছে।
২. বিবাহের মেয়াদ এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোন পুরুষ বা মহিলা বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেতে পারবে না।
৩.বিয়ে যে ধর্মীয় রীতিই করুক না কেন, বিবাহবিচ্ছেদ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে।
৪. যেকোন ব্যক্তি তখনই পুনরায় বিবাহ করার অধিকার পাবেন যখন আদালত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তে সিলমোহর দেবে এবং সেই আদেশের বিরুদ্ধে আপিল করার কোন অধিকার থাকবে না।
৫. আইন বিরুদ্ধ বিয়েতে ৬ মাসের জেল এবং ৫০ হাজার টাকা অবধি জরিমানা হতে পারে। এমনকি নিয়ম বিরুদ্ধ বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে এই বিলে।
৬. একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে দ্বিতীয় বিবাহ তখনই করা যেতে পারে যখন অংশীদারদের কেউই জীবিত থাকেনা।
৭. বিবাহিত পুরুষ বা মহিলা বিবাহবহির্ভূত সম্পর্ক বা অন্য কারও সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে অপর সঙ্গী বিবাহবিচ্ছেদের জন্য আপিল করতে পারবেন।
৮. প্রতিশোধস্পৃহা থেকে বা নপুংসক হওয়া সত্ত্বেও যদি কেউ বিয়ে করে তাহলে অপর সঙ্গী বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেতে পারে।
৯. কোনও পুরুষ যদি কাউকে ধর্ষণ করে তারপর বিবাহ করে বা বিবাহিত অবস্থায় মহিলা যদি অন্য কারও কাছ থেকে গর্ভবতী হয়ে থাকে, তবে বিবাহবিচ্ছেদের জন্য আদালতে আবেদন করা যেতে পারে।
১০. সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার থাকবে। এতে কোনো ধরনের বৈষম্য করা হবে না। এ ছাড়া উইল এবং উত্তরাধিকার সংক্রান্ত একাধিক ধরনের নিয়মও অন্তর্ভুক্ত রয়েছে।
১১. বিবাহিতা স্ত্রীর সন্তান অথবা বিবাহ বহির্ভূত সন্তান হোক, দু’জনেরই বাবার সম্পত্তির উপর সমান অধিকার থাকবে। বাবাকে তার প্রত্যেক সন্তানকেই বায়োলজিক্যাল মর্যাদা দিতে হবে এবং বিবাহ বহির্ভূত সন্তান থাকলে সে-ও সম্পত্তির উত্তরাধিকার হবে।