বাংলা হান্ট ডেস্ক : প্যান (Parmanent Account Number) আর আধার কার্ড (Aadhaar Card) নিয়ে নিত্যদিনই কোনও না কোনও নোটিশ জারি হচ্ছেই। যার মধ্যে প্যান আর আধার কার্ড লিঙ্ক করানো ছিল অন্যতম গুরুত্বপূর্ণ একটি নোটিশ। একাধিকবার এই নিয়ে নোটিশ জারি করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে, সরকারের সেই প্রচেষ্টা সত্ত্বেও দেশের ১১ কোটি মানুষ এখনও প্যানের সঙ্গে আধার যুক্ত করেননি।
সম্প্রতি এই বিষয়ে রিপোর্ট জারি করেছে অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী। একই সাথে তিনি আরও জানিয়েছেন যে, প্যান এবং আধার কার্ড লিঙ্ক করাতে দেরি করার জন্য লেট ফি-র জরিমানা বাবদ ৬০০ কোটি টাকারও বেশি অর্থ এসেছে কেন্দ্রের কোষাগারে। এখানে বলে রাখা ভালো যে, প্যান এবং আধার কার্ড লিঙ্ক করানোর শেষ সময় ছিল ২০২৩ সাল, ৩০ জুন।
সময়সীমা পার হওয়ার পর যারা আধার এবং প্যান লিঙ্ক করিয়েছেন তাদের ১০০০ টাকা করে জরিমানাও দিতে হয়েছে। এছাড়াও প্রায় ১১.৪৮ কোটি প্যান কার্ডে এখনও বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন বাকি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। যদিও আধার-প্যান লিঙ্ক করানোর লেট ফি নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা।
আরও পড়ুনঃ বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বিধানসভায় পেশ হল UCC! তালাক থেকে মাদ্রাসা, আছে একাধিক নিষেধাজ্ঞা
এখানে জানিয়ে রাখি, বায়োমেট্রিকভাবে প্যান ও আধার কার্ড লিঙ্ক না করালে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। যদিও নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অর্থ কিন্তু বাতিল হয়ে যাওয়া নয়। এমতাবস্থায় কারও প্যান কার্ড যদি নিস্ক্রিয় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ১০০০ টাকা লেট ফি দিয়ে ফের সক্রিয় করে নিতে পারবেন। আপাতত এই নিয়মটাই বহাল রেখেছে কেন্দ্রীয় সরকার।