রাম মন্দির দর্শনের দুর্দান্ত প্যাকেজ IRCTC-র, মন ভরে দেখুন রামলালাকে! থাকা-খাওয়া নিয়ে নেই কোনো চিন্তা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই মহাসমারহে উদ্বোধন হয়ে গিয়েছে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir)। পাশাপাশি, সম্পন্ন হয়েছে রামলালার প্রাণপ্রতিষ্ঠাও। তারপর থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা। এমতাবস্থায়, প্রতিদিনই হাজার হাজার ভক্ত দর্শন করছেন রামলালাকে। আর এইভাবেই সাম্প্রতিক সময়ে রামভক্তদের পাশাপাশি পর্যটকদেরও আকৃষ্ট করছে এই মন্দির।

এমন পরিস্থিতিতে আপনিও যদি রাম মন্দিরে গিয়ে রামলালাকে দর্শন করতে চান সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে একটি বড় সুখবর। যেটি সম্পর্কে জানার পর আপনি অযোধ্যায় যাওয়ার জন্য এখনই ব্যাগ-পত্র গোছাতে শুরু করবেন। মূলত, ভক্তদের উন্মাদনার কথা মাথায় রেখে সম্প্রতি এক দুর্দান্ত প্যাকেজের ঘোষণা করা হয়েছে IRCTC-র তরফে।

IRCTC brings great packages for Ayodhya Ram Mandir Darshan

যেটি ইতিমধ্যেই আকৃষ্ট করেছে পর্যটকদের। IRCTC-র তরফে একটি ট্যুর প্যাকেজ উপস্থাপিত করা হয়েছে। যেখানে মিলবে একাধিক সুযোগ-সুবিধা। তাই, আপনি সহজেই এটির সাহায্যে পৌঁছে যেতে পারেন অযোধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে, IRCTC-র তরফে এইরকম ট্যুর প্যাকেজ প্রায়শই সামনে আনা হয়। তবে, এবার রাম মন্দিরকে কেন্দ্র করেই নিয়ে আসা হয়েছে এই প্যাকেজ।

আরও পড়ুন: লাড্ডু বানিয়েই করলেন বাজিমাত! ১ লক্ষ টাকা বিনিয়োগ করে ২ কোটির ব্যবসা ইঞ্জিনিয়ার দম্পতির

জানিয়ে রাখি যে, IRCTC-র এই ট্যুর প্যাকেজের নাম হল Holy Ayodhya With Gaya, Kashi And Prayagraj Ex Bengaluru। এই ট্যুর প্যাকেজের মাধ্যমে আপনি অযোধ্যার পাশাপাশি গয়া, কাশী, প্রয়াগরাজ, সারনাথও ভ্রমণের সুযোগ পাবেন। মোট ৫ রাত ৬ দিনের এই ট্যুর সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SBA23-এই লিঙ্কে ক্লিক করে জানতে পারেন।

আরও পড়ুন: এবার নজর Paytm-এর দিকে? কিনে নেওয়ার পরিকল্পনা আম্বানির! বড় তথ্য জানিয়ে দিল Jio

উল্লেখ্য যে, এটি মূলত একটি ফ্লাইট ট্যুর প্যাকেজ। যেটির ব্যবস্থা করছে IRCTC। যেটিতে বিমানে ভ্রমণের সুযোগও মিলছে। এবারে আসা যাক এই ট্যুরের দিনক্ষণের বিষয়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এই ট্যুর প্যাকেজটি আগামী ২৫ মার্চ থেকে শুরু হচ্ছে। ট্যুর প্যাকেজটিতে থাকছে একাধিক সুযোগ-সুবিধা। পাশাপাশি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অর্থাৎ থাকা-খাওয়ার বিষয়টিও যুক্ত থাকবে এই ট্যুর প্যাকেজের আওতায়। সেক্ষেত্রে আপনার থাকার জন্য থাকবে হোটেলের ব্যবস্থাও। তবে, এখনও পর্যন্ত IRCTC-র ওয়েবসাইটে এই ট্যুর সম্পর্কিত খরচের বিষয়ে সম্পর্কে কোনো আপডেট দেওয়া হয়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর