কুকুর খায়নি, নিজের কর্মীকে সেই বিস্কুট খেতে দিলেন রাহুল গান্ধী! ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়

বাংলাহান্ট ডেস্ক : কুকুরের সাথে রাহুল গান্ধীর (Rahul Gandhi) একটি ভিডিও ফুটেজ ভাইরাল (Viral Video) হয়েছে। সেই ভিডিওতে বলা হচ্ছে রাহুল গান্ধী ‘ভারত জোরো যাত্রা’ চলাকালীন বিস্কুট খাওয়াতে গিয়েছিলেন একটি কুকুরকে। তবে কুকুরটি বিস্কুট খেতে না চাওয়ায় সেই বিস্কুটটি রাহুল অন্য একটি লোককে দিয়ে দেন।

রাহুল গান্ধীর এই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বিজেপির নেতারা। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি স্পোর্টস জিপের উপর বসে রয়েছেন রাহুল গান্ধী। তাঁর সামনে রয়েছে একটি কুকুর। রাহুল সেই কুকুরটিকে একটি বিস্কুট খাওয়াতে যান। তবে কুকুরটি সেই বিস্কুট খেতে অস্বীকার করলে, রাহুল সেই বিস্কুটটি তাঁর পাশের এক কংগ্রেস সমর্থককে দেন।

আরোও পড়ুন : এই বয়সেও প্রেমপত্র! বিমানে উঠতেই রচনার হাতে এল চিঠি, হঠাৎ কে ‘লাভ লেটার’ দিল অভিনেত্রীকে ?

যদিও এই ভিডিও ভাইরাল হওয়ার পর রাহুল গান্ধী বলেছেন যে তিনি কুকুরের মালিককে এই বিস্কুট দিয়েছিলেন। এই ভিডিও সম্পর্কে জানতে চাইলে রাহুল গান্ধী বলেন, অত্যন্ত ভিড় হওয়ায় কুকুরটি ভয় পেয়ে কাঁপছিল। তাই সে বিস্কুটটি খেতে চায়নি। এরপর সেই বিস্কুটটি কুকুরটির মালিককে দেওয়া হয়। মালিকের হাত থেকে কুকুরটি বিস্কুট খেয়েছে।

বিজেপি নেতা এবং দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এই প্রসঙ্গে বলেছেন, আত্মসম্মান রয়েছে এমন ব্যক্তি কংগ্রেসে থাকতে পারেন না। মুম্বাইয়ের বিজেপি নেত্রী পল্লবী একটি পুরনো ভিডিও শেয়ার করে বলেন, কংগ্রেসে থাকাকালীন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে একই আচরণ করেছিলেন রাহুল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর