বাংলাহান্ট ডেস্ক : বরখা মদনকে এখন হয়ত অনেকেরই মনে নেই। একটা সময় মডেলিং ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ ছিলেন বরখা। ১৯৯৪ সালে ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। টেক্কা দিয়েছিলেন ঐশ্বর্য রাই, সুস্মিতা সেনদের। যদিও শেষ পর্যন্ত খেতাব জোটেনি তাঁর কপালে। প্রথম রানার আপ হয়েছিলেন বরখা।
মিস ট্যুরিজম ইন্ডিয়ার খেতাব জয় করেছিলেন বরখা মদন। মালয়েশিয়ার মিস ট্যুরিজম ইন্টারন্যাশনালের তৃতীয় রানার্স আপ হন। বরখার সৌন্দর্য সেই সময় বহু সমালোচকের প্রশংসা কুড়িয়েছিল। এরপর ধীরে ধীরে বরখা প্রবেশ করেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অক্ষয় কুমারের সাথে ‘খিলাড়িও কা খিলাড়ি’ ছবিতে অভিনয় করেন।
আরোও পড়ুন : অর্থসংকট কাটাতে মাথায় রাখুন আকাশের মেঘের এই গুণ! উপায় বাতলে দিয়েছেন স্বয়ং চাণক্য
রাম গোপাল ভার্মার ‘ভূত’ ছবিতে অভিনয় করেন ২০০৩ সালে। অজয় দেবগন, উর্মিলা মাতন্ডকর, নানা পাটেকর, রেখা, ফারদিন খান, তনুজা-সহ বহু বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীদের সাথে কাজ করেন বরখা। ১৮৫৭ ক্রান্তি, ঘর এক সপনা এবং ন্যায় সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এছাড়াও একাধিক প্রজেক্টে বরখা প্রযোজক হিসেবেও কাজ করেছেন।
তবে ধীরে ধীরে বলিউডের গ্ল্যামারস জগত থেকে তিনি দূরে সরতে থাকেন। বেছে নেন সন্ন্যাসীর জীবন। চিরকাল বরখা দলাই লামার ভক্ত ছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ২০১২ সালে। এখন তাঁর নাম গ্যালটেন সামটেন। পাহাড়ের একটি মঠে বর্তমানে বাস করেন এই অভিনেত্রী। সারাদিন ব্যস্ত থাকেন ধর্মচর্চা নিয়ে। যদিও সমাজ মাধমে বেশ অ্যাকটিভ এই অভিনেত্রী। সমাজ মাধ্যমে বিভিন্ন সময়ে তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি দেখা যায়।