চাকরির সুযোগ রাজ্যের জেলা পরিষদে, লিখিত পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর উঠে আসছে। সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বীরভূম জেলার জেলা পরিষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে প্রার্থীদের। এই নিয়োগ হবে চুক্তিভিত্তিতে। যে সকল চাকরিপ্রার্থীরা কাজের সন্ধানে রয়েছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তিভিত্তিক কাজ হলেও প্রতি মাসে মোটা টাকা বেতন পাওয়া যাবে এই পদে। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আমরা জেনে নেব।

• পদের নাম : মেডিকেল অফিসার (Ayurveda)

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীর যেকোনো স্বীকৃত বোর্ড থেকে আয়ুর্বেদিক মেডিসিনে গ্র্যাজুয়েট ডিগ্রি এবং রেজিস্ট্রেশন থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আরো অধিক জানার জন্য বীরভূম জেলা পরিষদের ওয়েবসাইট ভিজিট করুন।

আরোও পড়ুন : SAIL’র হাত ধরে বাংলায় আসতে চলেছে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগ! হবে বিপুল কর্মসংস্থান

মাসিক বেতন : এই পদে আবেদন যদি আপনারা করেন এবং সেখানে নির্বাচিত হন তাহলে প্রতি মাসে আপনাদের বেতন হিসাবে দেওয়া হবে ১৬ হাজার টাকা।

মোট শূন্য পদের সংখ্যা : বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা ১টি।

সর্বোচ্চ বয়সসীমা : প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বোচ্চ ৫০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য।

আরোও পড়ুন : দুর্দান্ত খবর! এবার দিঘা-দার্জিলিং যাতায়াত হবে আরোও সহজ, বড় ঘোষণা রেলের

• পদের নাম : মেডিকেল অফিসার (Homoeopathy)

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীর যেকোনো স্বীকৃত বোর্ড থেকে হোমিওপ্যাথিতে গ্র্যাজুয়েট ডিগ্রি এবং রেজিস্ট্রেশন থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আরো অধিক জানার জন্য বীরভূম জেলা পরিষদের ওয়েবসাইট ভিজিট করুন।

মাসিক বেতন : এই পদে আবেদন যদি আপনারা করেন এবং সেখানে নির্বাচিত হন তাহলে প্রতি মাসে আপনাদের বেতন হিসাবে দেওয়া হবে ১৬ হাজার টাকা।

মোট শূন্য পদের সংখ্যা : বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা ১৭ টি।

সর্বোচ্চ বয়সসীমা : প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বোচ্চ ৫০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য।

pro (1)

birbhum.gov.in পোর্টালে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিবরণের জন্য আপনারা এই পোর্টালে ভিজিট করতে পারেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য বীরভূম জেলা পরিষদের ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র A4 সাইজের পেপারে ডাউনলোড করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ১৬.০২.২০২৪ তারিখের মধ্যে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর