বাংলা হান্ট ডেস্ক: বুধবার সরস্বতী পুজো, তা আবার পড়েছে ১৪ই ফেব্রুয়ারী। শাড়ি-পাঞ্জাবী রেডি করে যখন শেষ মুহূর্তের প্লানিং চলছে সেই সময়ই মন খারাপ করা খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন সপ্তাহেই ফের খেল দেখাতে শুরু করবে বৃষ্টি। তবে আজ অর্থাৎ রবিবার রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷
কিছুদিন থেকে খানিকটা তাপমাত্রা নেমেছে রাজ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Alipore Weather Office), এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিমী বায়ু ঢুকছে। এর জেরেই রাজ্যে কমছে তাপমাত্রা (Temperature)। রবিবার ও সোমবার কোনও রকমের বৃষ্টিপাতের সতর্কতা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ তবে সোমের পর থেকেই দুর্যোগ।
মঙ্গলবার থেকেই আবহাওয়ার ভোলবদল দেখবে রাজ্য। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার সরস্বতী পুজোর দিন আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়।
এরপর সরস্বতী পুজোয় বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, মালদহ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এরপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তরক ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতেও।
আরও পড়ুন: ঠিক কী বানায় লিপস অ্যান্ড বাউন্ডস? এবার সবটা খুলে বলেন সংস্থার CEO অভিষেক বন্দ্যোপাধ্যায়
সোমবার থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। একধাক্কায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হলেও নয়া সপ্তাহে উত্তরবঙ্গের কোনও জেলায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। ১৪ ফেব্রুয়ারি মালদহে বৃষ্টিপাত হতে পারে৷ এছাড়া উত্তরের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।