বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Vote)। হাতে মাত্র মাস খানেক সময়। যদিও এখনও লোকসভা ভোটের নিঘন্ট ঘোষণা হয়নি। তবে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে এবার রাজ্যসভার প্রার্থী (TMC Rajya Sabha Candidates) ঘোষণা করল তৃণমূল। শনিবার মোট চার জনের নাম প্রকাশ করেছে ঘাসফুল শিবির। দেখুন কারা জায়গা করে নিল তালিকায়…
রবিবার তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। নাম রয়েছে, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুরের। এদের মধ্যেই নাদিমুল টানা তৃতীয়বার তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ হচ্ছেন। ওদিকে প্রার্থিতালিকা থেকে বাদ গিয়েছে শুভাশিস চক্রবর্তী, আবিররঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেনের নাম।
প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছে দল। এবারে রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের নতুন মুখ সাগরিকা। তিনি জাতীয় স্তরের সাংবাদিক। এই সাগরিকা তৃণমূলের প্রার্থীতালিকায় বিরাট চমক বলেই মনে করা হচ্ছে। ওদিকে এর আগেও তৃণমূল থেকে রাজ্যসভায় পাঠানো হয় সুস্মিতাকে। কিছুদিন আগেই তার মেয়াদ শেষ হয়। এবার ফের একবার তার ওপর ওপর ভরসা রেখেছে দল।
মমতাবালা ঠাকুর মতুয়া মহাসংঘের প্রধান তিনি। আর আগে লোকসভায় তৃণমূলের সাংসদ ছিলেন ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা। এবার তাকে রাজ্যসভায় প্রার্থী করে মতুয়া ভোটব্যাঙ্ক ভরাতে চাইছে তৃণমূল। এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: মঙ্গলেই অমঙ্গল! দক্ষিণবঙ্গের ১০ জেলায় টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা: আবহাওয়ার খবর
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বনগাঁয় বিজেপি-র টিকিটে মমতার বিপরীতে দাঁড়ান ঠাকুর পরিবারেরই আরেক সদস্য শান্তনু ঠাকুর। সেই নির্বাচনে শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন মমতা ঠাকুর। বর্তমানে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর পদে রয়েছেন শান্তনু। ঠাকুরবাড়িতে তার প্রভাবও যথেষ্ট। বঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে তিনি একজন। এবার মমতাকে রাজ্যসভার প্রার্থী করে মতুয়া ভোটে থাবা বসাতে চাইছে তৃণমূল।