বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় ঘোষণা করল Employees State Insurance Corporation তথা ESIC। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হতে চলেছেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা স্বেচ্ছাবসর নেওয়া কর্মচারীরা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের চিকিৎসার সুবিধা পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করার পথে হাঁটা হয়েছে। যার ফলে চিকিৎসাজনিত ক্ষেত্রে এবার আরও বেশি সুযোগ-সুবিধা মিলবে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে কর্মচারীরা বেতনের সর্বোচ্চসীমা পেরিয়ে যাওয়ায় ESI স্কিমের আওতার বাইরে চলে গিয়েছিলেন, তাঁদের কথা মাথায় রেখেই এই নিয়ম শিথিল করা হয়েছে। মূলত, ওই কর্মচারীদের বাধ্যতামূলকভাবে অবসর বা স্বেচ্ছাবসরের আগে পাঁচ বছর ESI প্রকল্পের আওতায় থাকতে হবে। এদিকে, শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, গত শনিবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দর যাদবের নেতৃত্বে Employees State Insurance Corporation-এর পরিচালনায় ১৯৩ তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারা পাবেন এই সুবিধা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যে কর্মচারীরা ২০১২ সালের ১ এপ্রিলের পরে কমপক্ষে পাঁচ বছর ESI প্রকল্পের আওতায় ছিলেন এবং ২০১৭ সালের ১ এপ্রিল বা তারপরে অবসর বা স্বেচ্ছাবসর গ্রহণ করেছেন, সেই কর্মচারীরাই এই সুবিধা পাবেন। এদিকে, অবসর বা স্বেচ্ছাবসরের সময়ে ওই কর্মচারীদের মাসিক বেতন সর্বোচ্চ ৩০,০০০ টাকা হলেই তাঁরা এই নতুন সুবিধা পাওয়ার জন্য যোগ্য হবেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: “এটা ব্যবসা নয়”, প্রধানমন্ত্রীর প্রশংসা করা স্টার্টআপকে বেমালুম “রিজেক্ট” করলেন আমন, অবাক করবে কারণ
উল্লেখ্য যে, পূর্বের নিয়ম অনুযায়ী, এতদিন পর্যন্ত যেসমস্ত কর্মচারীদের মাসিক বেতন সর্বোচ্চ ২১,০০০ টাকা ছিল, তাঁরাই ESI প্রকল্পের আওতায় থাকতেন। এমতাবস্থায়, যাঁদের বেতন ২১,০০০ টাকার বেশি ছিল তাঁরা এই প্রকল্পের বাইরে চলে যেতেন। কিন্তু এবার থেকে নতুন নিয়মের মাধ্যমে এই সীমা বাড়িয়ে ৩০,০০০ টাকা করা হয়েছে। পাশাপাশি, শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ওই কর্মচারীদের ন্যূনতম পাঁচ বছর ESI প্রকল্পের আওতায় থাকতে হবে।
আরও পড়ুন: ৪০ দিনে প্রতিদিন এত টাকা করে কমেছে দাম! এই কারণে সোনার দরে হচ্ছে ক্রমাগত পতন
এদিকে, শনিবারের ওই বৈঠকে বাজেট নিয়েও আলোচনা হয়। এর পাশাপাশি, ওই বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যাতে সার্বিকভাবে ESI উপভোক্তাদের সুস্বাস্থ্যের জন্য Employees State Insurance Corporation-এর প্রতিষ্ঠানগুলি নয়া নীতি শুরু করে। সর্বোপরি, ESI হাসপাতালে নয়া ইউনিট গড়ে তোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।