বাংলা হান্ট ডেস্ক: ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে। আর এই দিনই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিস (Alipore Weather Office)। আজ বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পাশাপাশি আজ থেকেই ব্যাপক আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল হাওয়া অফিস।
গতকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ। বেড়েছে তাপমাত্রা। আগামী দু-তিন দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে, এমনটাই জানাল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খন্ড পর্যন্ত একটি অক্ষরেখা-এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর জেরেই আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়।
আজ বিকেলের পর থেকে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা অধিক। বাজের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। সন্ধ্যের দিকে ভিজতে পারে কলকাতাও।
বৃষ্টির দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।
আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তৃণমূল নেতাদের সাথে বাংলার মহিলাদের শুতে হবে?’, বিস্ফোরক সুকান্ত
সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। বিকেল থেকেই টাপুর-টুপুর শুরু হয়ে গিয়েছে বেশ কিছু যায়। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। হালকা বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। আজ থেকেই উত্তরে কমবে শীতের আমেজ, বাড়বে তাপমাত্রা।