বাংলা হান্ট ডেস্ক: শীতের বিদায়বেলায় খামখেয়ালি আবহাওয়া। গত বুধবার থেকে তুমুল বৃষ্টির পূর্বাভাস থাকলেও কেবল হালকা বৃষ্টিতে ভিজেছে রাজ্যের কিছু জেলা। তবে গতকাল রাতেই কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে ঝেঁপে বৃষ্টি হয়েছে। শুক্রে কী আবহাওয়ার পরিবর্তন ঘটবে? নাকি আজও বৃষ্টিতে ভিজবে বাংলা? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট।
আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Office) অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। গতকালের পাশাপাশি আজও দিনের বেলায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু অংশে। তবে শুক্রবার থেকেই আবহাওয়ার উন্নতি ঘটবে।
আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, আগামী ২ থেকে ৩ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮- ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতায় শীতের আমেজ না থাকলেও পশ্চিমের জেলাগুলিতে আরও ৪ থেকে ৫ দিন শীত অনুভূত হবে। ভোরের দিকে কুয়াশার অধিক্য থাকতে পারে।
শুক্রবার পশ্চিমের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্কই থাকবে আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দু’দিনে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। তারপর ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: আজকের রাশিফল ১৬ ফেব্রুয়ারি, বাড়ি-গাড়ি কেনার সুবর্ণ সুযোগ এই চার রাশির
উত্তরবঙ্গের আবহাওয়া: হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, শুক্রবার উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং এ হালকা বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে আগামী দুদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা নামতে পারে।