এক মহিলার গোপন জবানবন্দি! অবশেষে সন্দেশখালিকাণ্ডে শিবু, উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারা পুলিশের

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে অ্যাকশনে পুলিশ। সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) এবার গণধর্ষণের (Gangrape Charges) ধারা যুক্ত করল পুলিশ। সন্দেশখালি ২ নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরা (Shibu Hazra) ও জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের (Uttam Sardar) বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা। যুক্ত করা হয়েছে খুনের চেষ্টার ধারাও। এমনটাই খবর পুলিশ সূত্রে।

জানা গিয়েছে, গোপন জবানবন্দিতে এক মহিলা জানিয়েছেন, তৃণমূল নেতা শিবু ও উত্তমের বিরুদ্ধে অজস্র অভিযোগ ছিল। বসিরহাট মহুকুমা আদালতে সেই মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয়।সন্দেশখালিকাণ্ডের ২০ নম্বর মামলায় এবার শিবু-উত্তমের বিরুদ্ধে তাই গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ।

এদিন উত্তম সর্দারকে বসিরহাট মহুকুমা আদালতে পেশ করা হয়। এদিন উত্তমের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, শেখ শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারকে (Suspended TMC leader Uttam Sardar) গত শনিবার গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরেই তাকে দল থেকে সাসপেন্ড করেছিল তৃণমূল। আর সেই দিনই তাকে সন্দেশখালি থানা এলাকা গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের চোখে ফেরার শিবু হাজরা।

প্রসঙ্গত, গত তিন সপ্তাহ ধরে বাংলার হটস্পট সন্দেশখালি। স্থানীয় এই তৃণমূল নেতাদের (TMC Leaders) বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে রাস্তায় নেমে পড়েন সন্দেশখালির মহিলারা। চলতি মাসের শুরুতেও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। বিস্ফোরক সব অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মা-বোনেরা। তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তার দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জ্বলে ওঠে গোটা এলাকা।

মহিলাদের অভিযোগ, শেখ শাহাজাহান, শিবু, উত্তমদের মত গুন্ডাদের অত্যাচারে দেওয়ালে পিঠ ঠেকেছে তাদের। বিস্ফোরক অভিযোগ তুলে মহিলারা বলেন, ওরা মেয়েদের কোনও সম্মান দেয়নি। মেয়েদের শেষ করে ফেলেছে। রাত সাড়ে দশটার সময়ে মেয়েদেরকে উঠিয়ে আনত পার্টি অফিসে। শ্লীলতাহানি, ধর্ষণের মত মারাত্মক সব অভিযোগ তোলেন গ্রামের মহিলারা।

আরও পড়ুন: কালই হারিয়েছেন মন্ত্রিত্ব! গ্রেফতারির ১১৩ দিন পর এই প্রথম যা কাণ্ড ঘটালেন জ্যোতিপ্ৰিয়, শোরগোল

এরপরই নারী নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে আরও অশান্ত হয়ে ওঠে সন্দেশখালি। জারি রয়েছে ১৪৪ ধারা। প্রকাশ্যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মহিলাদের ধর্ষণ, নির্যাতনের মত অভিযোগ উঠতেই আসরে নেমেছে বিরোধীরা। অভিযুক্তদের শাস্তি চেয়ে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে সিপিএম, বিজেপি, কংগ্রেস। ওদিকে সবটাই রাম-বামের ষড়যন্ত্র বলে অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি ছিল ধর্ষণের মত কোনও অভিযোগ নেই। আর এবার শিবু, উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারা রাজ্য পুলিশের।

sandeshkhali

ইতিমধ্যেই সন্দেশখালির মহিলা নির্যাতনের অভিযোগে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।মহিলাদের কথা শুনতে সন্দেশখালি গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, জাতীয় মহিলা সুরক্ষা কমিশন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর