বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরটা বেশ দাপটের সাথেই শুরু করেছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি (Gautam Adani)। ইতিমধ্যেই আদানি গ্রুপ ধারাভির প্রজেক্ট পাওয়া থেকে শুরু করে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট থেকে ক্লিন চিট পেয়েছে। তবে, এবার ফের একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গৌতম আদানি এবার ৩০,০০০ কোটি টাকার জ্যাকপট হাতে পেয়েছেন।
ফ্রি প্রেস জার্নালের একটি রিপোর্ট অনুসারে, আদানি রিয়েলটি মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের (এমএসআরডিসি) হাতে থাকা ২৪ একরের বান্দ্রা রিক্লেমেশন ল্যান্ড পার্সেলের জন্য কন্ট্র্যাক্ট জিতেছে। তবে, চূড়ান্ত অনুমোদন পেন্ডিং থাকলেও এমএসআরডিসি বোর্ড তার আসন্ন সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য যে, আদানি রিয়েলটি সর্বোচ্চ বিড করেছে এবং এমএসআরডিসিকে ২২.৭৯ শতাংশ রেভিনিউ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে যে, কোম্পানিটি লারসেন অ্যান্ড টুব্রোর ১৮ শতাংশের বিডকে পেছনে ফেলেছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, এই সিদ্ধান্তটি অত্যন্ত আশ্চর্যজনক। কারণ আদানির ৪৮,০০০ কোটি টাকার তুলনায় L&T-র প্রায় ৮৪,০০০ কোটি টাকার শক্তিশালী নেট মূল্য রয়েছে। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, ল্যান্ড পার্সেলটির সম্ভাব্য ডেভেলপমেন্ট এরিয়া ৪৫ লক্ষ বর্গফুট এবং এটির মূল্য প্রায় ৩০,০০০ কোটি টাকা।
আরও পড়ুন: চিনা গবেষকদের কারনামায় থরথর করে কাঁপবে বিশ্ব! তৈরি হল “Microwave Weapon”, হবে বড় ধামাকা
জানিয়েছে এমএসআরডিসি: এই প্রসঙ্গে এমএসআরডিসির ভাইস প্রেসিডেন্ট এবং এমডি অনিল কুমার গাইকোয়ারের মতে, এই সিদ্ধান্তটি রেভিনিউ শেয়ারিং মডেলের ওপর ভিত্তি করে রয়েছে। পাশাপাশি, গাইকোয়ারের এই অভিযোগগুলিও অস্বীকার করেছেন যে বিড প্রসেস স্পেসিফিক ডেভেলপার্সের পক্ষে হয়েছে। তিনি অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে শক্তিশালী প্লেয়ার্স খোঁজার জন্য একটি উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার ওপর জোর দেন। এমতাবস্থায়, আদানি রিয়েলটি এবং L&T উভয়ই প্রযুক্তিগত এবং আর্থিক সক্ষমতার রাউন্ডে যোগ্যতা অর্জন করেছে। গাইকোয়ার আরও জানান যে, এমএসআরডিসির বিডগুলি রেভিনিউ শেয়ারিং বেসড হওয়ায় যে ডেভেলপার সর্বোচ্চ রেভিনিউ দেবে সে সরকারের জন্য উপকারী হবে। আদানি সর্বোচ্চ আয়ের প্রস্তাব দিয়েছেন। গাইকোয়ার বলেন, “আমাদের নতুন এবং চলমান পরিকাঠামো প্রকল্পগুলির জন্য সংস্থান এবং অর্থের প্রয়োজন।”
আরও পড়ুন: তেলে বেগুনে জ্বলছে চীন! ভারতীয়দের জন্য দরজা খুলে দিল তাইওয়ান, কাজের জন্য নেবে লক্ষ লক্ষ মানুষ
আদানি রিয়েলটি দেবে ৮,০০০ কোটি টাকা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, যদি আদানির এই অফারটি বোর্ডে পাস হয়, তাহলে রেভিনিউ শেয়ারিং মডেলের অধীনে এমএসআরডিসি এই কোম্পানি থেকে ন্যূনতম ৮,০০০ কোটি টাকা পাবে। গাইকোয়ার মিডিয়া রিপোর্টে বলেছেন যে, “৮,০০০ কোটি টাকা হল বেঞ্চমার্ক অ্যামাউন্ট । তবে, রেভিনিউ বেশি হলে ২২.৭৯ শতাংশ হারে তাদের আমাদের কাছে পরিশোধ করতে হবে।” জানিয়ে রাখি যে, ১৮ টি কোম্পানি এই প্রকল্পে অংশ নিয়েছিল। আদানি রিয়েলটি এবং L&T ছাড়াও, গোদরেজ প্রোপার্টিজ, জেএসডব্লিউ, কে. রাহেজা কর্পোরেশন, লোধা, মাহিন্দ্রা লাইফস্পেস, ওবেরয় রিয়েলটি, ফিনিক্স রিয়েলটি, রুনওয়াল, সাহানা গ্রুপ, সাতভা, সানটেক রিয়েলটি, সুমিতোমো, যাইহোক, ওয়াধওয়া গ্রুপ এবং ওয়েলসপন ইত্যাদি সামিল ছিল।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!