বাংলা থেকে অসম যাওয়া এখন আরোও সহজ! নয়া রুটে ছুটবে ট্রেন, দেখুন কোন কোন দিন চলবে

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধার জন্য ফের স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আগামী জুলাই মাস পর্যন্ত চালানো হবে ট্রেন নং. ০২৫২৫ (কামাখ্যা-আনন্দ বিহার) ও ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার-কামাখ্যা)। ১৬ ফেব্রুয়ারি থেকে ২৬ জুলাই, ২০২৪ পর্যন্ত  ট্রেন নং. ০২৫২৫ (কামাখ্যা-আনন্দ বিহার) স্পেশ্যাল চালানো হবে।

প্রতি শুক্রবার রাত ১০টা ৪৫-এ কামাখ্যা থেকে এই ট্রেন রওনা দেবে। আনন্দ বিহার টার্মিনালে রবিবার সকাল ০৮ টা ৪০ মিনিটে পৌঁছাবে এই ট্রেন। ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ জুলাই, ২০২৪ পর্যন্ত ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার-কামাখ্যা) স্পেশ্যাল চালানো হবে। আনন্দ বিহার টার্মিনাল থেকে প্রত্যেক রবিবার ৫ টা২০ মিনিটে এই ট্রেনটি রওনা দেবে।

আরোও পড়ুন : এবার লাইন, ফ্যান চলবে মূত্র থেকে তৈরি বিদ্যুতেই! বিশ্ববাসীকে অবাক করে দিল IIT বিজ্ঞানীরা

মঙ্গলবারে ভোর ৩টা ৪০ মিনিটে এই ট্রেন কামাখ্যা পৌঁছাবে। এই দুটি ট্রেন স্টপেজ দেবে গোয়ালপাড়া টাউন, গৌরিপুর, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কাটিহার, খাগাড়িয়া, বারাউনি, দানাপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও আলিগড় জংশনে। ১টি ফার্স্ট ক্লাস এসি, ২টি এসি ২ টিয়ার, ৫টি এসি ৩ টিয়ার, ৫ টি এসি ৩টিয়ার ইকোনোমি, ৪টি স্লিপার ক্লাস, ২টি জেনারেল সিটিং কোচ এবং একটি প্যান্ট্রি কার থাকতে চলেছে এই ট্রেন দুটিতে।

আরোও পড়ুন : আগামী মাসেই নিউটাউনে নতুন ক্যাম্পাস, হবে বিপুল কর্মসংস্থান! বড় ঘোষণা ইনফোসিসের

উত্তর পূর্ব সীমান্ত রেল সিদ্ধান্ত নিয়েছে, ট্রেন নং. ১৩০৫৩/১৩০৫৪ (হাওড়া-রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেসের ভালুকা রোড স্টেশনে অতিরিক্ত দুমিনিট স্টপেজ দেওয়া হবে। মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু পরীক্ষামূলক ভিত্তিতে উদ্বোধন করেন এই স্টপেজের। কাটিহার ডিভিশনের আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা হাজির ছিলেন এই অনুষ্ঠানে।

indian railways to introduce revolutionary new lhb push pull rake sets for passenger trains check how it works

ট্রেন নং. ১৩০৫৩ (হাওড়া-রাধিকাপুর) কুলিক এক্সপ্রেস বিকাল ৪টা ২৫ মিনিটে এবার থেকে পৌঁছবে ভালুকা রোড স্টেশনে। রাধিকাপুর থেকে ছেড়ে সকাল ৭টা ২৯ মিনিটে ট্রেন নং. ১৩০৫৪ (রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেস ভালুকা রোড স্টেশন পৌঁছবে এবং ছাড়বে ৭টা ৩১ মিনিটে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর