বাংলা হান্ট ডেস্ক : আসন্ন নির্বাচন নিয়ে জল্পনার শেষ নেই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আসন বণ্টন প্রক্রিয়া। সূত্রের খবর, বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকেও লড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল। সূত্রের খবর, সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটের শরিক হিসেবে যোগী রাজ্যের ময়দানে নামবে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
খবর মিলেছে, মির্জাপুর জেলার চন্দৌলি লোকসভা আসন থেকে তৃণমূলের প্রার্থী দাঁড়াবেন রাজেশপতি ত্রিপাঠী বা তাঁর ছেলে ললিতেশ। প্রসঙ্গত উল্লেখ্য, রাজেশ ত্রিপাঠী হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর নাতি। স্বাভাবিকভাবেই যোগী রাজ্যে ত্রিপাঠী পরিবারের জনপ্রিয়তা অনেকটাই। আর এবার সেই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চাইছে তৃণমূল।
উল্লেখ্য, ২০১২ সালে বারণসীর মির্জাপুর জেলার মরীহান আসন থেকে বিধায়ক হয়েছিলেন ললিতেশ। ওদিকে রাজেশ তখন ছিলেন উত্তরপ্রদেশ বিধান পরিষদে কংগ্রেসের সদস্য। তবে আজ থেকে বছর তিনেক আগে ২০২১ সালের ২৫ অক্টোবর কংগ্রেসের হাত ছাড়েন রাজেশপতি এবং তার ছেলে ললিতেশপতি। কংগ্রেস ছেড়ে তারা যোগ দেন তৃণমূলে।
আরও পড়ুন : বঙ্গে ফুটবে পদ্ম, শাসকদলকে ছাপিয়ে আসন দখল করবে বিজেপি! জনমত সমীক্ষায় বিরাট রদবদল
যদিও মমতার দল যে উত্তরপ্রদেশ থেকে লড়তে চলেছে এই খবর আগেই ছিল। এর আগে সমাজবাদী পার্টির সহ-সভাপতি কিরণময় নন্দ এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। খবর মিলেছিল, সপা প্রধান অখিলেশ যাদব তৃণমূলকে একটা আসন দেওয়ার পরিকল্পনা করেছে। এখানে বলে রাখি, উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১৭টি আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছে সমাজবাদী পার্টি।