বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে রেল যাত্রীদের জন্য বড় সুখবর। জানা যাচ্ছে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত রেল ভাড়া কমানো হয়েছে মধ্য রেলের পক্ষ থেকে। প্রসঙ্গত, করোনা মহামারীর আগে যে রেল ভাড়া চালু ছিল, সেই ভাড়াই বর্তমানে বলবৎ করা হয়েছে। করোনা মহামারীর পর বিশেষ ট্রেন ভাড়া চালু করা হয়েছিল রেলের পক্ষ থেকে, সেই রেল ভাড়াই এতদিন পর্যন্ত চালু ছিল।
তবে রেলের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের আগে নেওয়া হল বড় সিদ্ধান্ত। মধ্য রেল পুরনো ভাড়া চালু করেছে প্যাসেঞ্জার ট্রেনের সেকেন্ড ক্লাস আসনে। নতুন এই ভাড়া ফেব্রুয়ারি মাস থেকেই চালু করা হয়েছে। কোভিডের পর ১০ টাকা থেকে বাড়িয়ে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া এক লাফে ৩০ টাকা করে দেওয়া হয়।
আরোও পড়ুন : ১১ বছরের অপেক্ষার অবসান! একলাফে লাভ ১৯%! এবার সরকারি কর্মীদের জন্য করা হল বড় ঘোষণা
এর ফলে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া এক্সপ্রেস ট্রেনের সমান হয়ে গিয়েছিল। ট্রেনের নামের আগে লাগানো হয়েছিল ‘স্পেশাল।’ মধ্য রেলের মেন লাইনের সব মেমু ট্রেনের ভাড়া কমিয়ে দেওয়া হয়েছে ২৭ তারিখ থেকে। এই সংক্রান্ত আপডেট করা হয়েছে অসংরক্ষিত ট্রেনের টিকিট কাটার অ্যাপ ‘ইউটিএস’-এও।
আরোও পড়ুন : ৩০ টাকার লটারিতেই খুলল কপাল! বীরভূমের চা বিক্রেতা রাতারাতি হয়ে গেলেন কোটি টাকার মালিক
মধ্য রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের যে প্যাসেঞ্জার ট্রেনগুলি এখন এক্সপ্রেস নামে ছুটছে, সেই ট্রেনগুলির ভাড়াও কমানো হয়েছে। অন্যদিকে, কোভিড পরবর্তী পরিস্থিতিতে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে রেল টিকিটে ছাড়ের ব্যবস্থা ফেরানো হয়নি। অনেকেই ভেবেছিলেন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রেল হয়ত প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে ছাড়ের ব্যবস্থা ফিরিয়ে আনবে।
তবে মধ্য রেল পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে এখনই এই ব্যাপারে কিছু ভাবা হচ্ছে না। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এই বিষয়ে বক্তব্য ছিল, ‘বর্তমানে সব যাত্রীই ৫৫ শতাংশ ছাড় পান। ১০০ টাকা খরচ হয়। যদি কোনও জিনিসে ১০০ টাকা খরচ হয়, তাহলে সেটার দাম কত হওয়া উচিত? ১০০ টাকার বেশি হওয়া উচিত। ১০৫ টাকা হয়, ১১০ টাকা হয়। কিন্তু রেলওয়ে আপনার থেকে ৪৫ টাকা নেয়।’