বাংলা হান্ট ডেস্ক: ফেব্রুয়ারির শেষে এসে শীতের আমেজ প্রায় নেই বললেই চলে। উল্টে সকাল থেকেই খেল দেখাতে শুরু করছে সূয্যি মামা। আর বেলা বাড়তেই সূর্যের দাপটে রীতিমতো ঘামছে মানুষজন। আবার এসবের মাঝেই মাঝে মাঝে হাজির হচ্ছে বৃষ্টি। সব মিলিয়ে আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার মানুষ। আজ বৃহস্পতিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? বৃষ্টি (Rainfall) কী হবে? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট।
আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) আপডেট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় সেরম বৃষ্টিরও পূর্বাভাস নেই। মোটামুটি শুষ্কই থাকবে আবহাওয়া। আগামী সপ্তাহ থেকে রাজ্যের তাপমাত্রার বেশ কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ওদিকে ফের দুর্যোগের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়ার আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে রবিবার থেকে ফের ভোলবদল হতে পারে। রবিবার ও সোমবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। রবিবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আবহাওয়া শুকনো থাকবে। বাড়বে তাপমাত্রা। আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে।
আরও পড়ুন: আজকের রাশিফল ২৯ ফেব্রুয়ারি, সম্পদের পরিমাণ বাড়বে এই চার রাশির
উত্তরবঙ্গের আবহাওয়া: দক্ষিণের সঙ্গে তাল মিলিয়ে উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছে। আজ উত্তরের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার ও সোমবার নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। আপাতত উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।।