ভোটের আগে এই তারিখে আসছে কেন্দ্রীয় বাহিনী! কোথায় মোতায়েন হবে সবথেকে বেশি? জানাল নির্বাচন কমিশন

বাংলাহান্ট ডেস্ক : ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশিত হয়নি। তবে ইতিমধ্যেই দেশজুড়ে বিভিন্ন ক্ষেত্রে শুরু হয়ে গেছে তৎপরতা। ভোটের দিনক্ষণ প্রকাশিত না হলেও, ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে শুরু করেছে বিভিন্ন রাজ্যে।

নির্বাচনকে কেন্দ্র করে যাতে অশান্তি না সৃষ্টি হয় সেই লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই আমরা জানি যে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোতায়ন করা হবে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসা এখন শুধু সময়ের অপেক্ষা।

আরোও পড়ুন : গ্রেফতার হতেই শাহজাহানের জীবনে নেমে এল গভীর অন্ধকার, সব খুইয়ে নিঃস্ব সন্দেশখালির ‘বাঘ’?

সূত্র মারফত জানা গেছে, ৯২০ কোম্পানির মধ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে মোতায়েন করা হবে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আগামী ৩ মার্চ আসতে চলেছে পশ্চিমবঙ্গে। জানা যাচ্ছে তার আগেই অর্থাৎ ১লা মার্চ কেন্দ্রীয় বাহিনী ঢুকে যাবে বাংলায়। নির্বিঘ্নে ও সুনিশ্চিত নিরাপত্তায় নির্বাচন পরিচালনা করার জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে নির্বাচন কমিশন।

আরোও পড়ুন : “ওয়ান চায়ে প্লিজ”, ডলির কাছ থেকে চায়ের তৃষ্ণা মেটালেন বিল গেটস! ভারতের করলেন ভূয়সী প্রশংসা

৩ মার্চের আগে পশ্চিমবঙ্গে যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে তার মধ্যে প্রথম দফায় ১০০ কোম্পানি ও দ্বিতীয় দফায় ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। নির্বাচন কমিশন প্রত্যেকটি জেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে। তাই সেই হিসেবেই কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটি জেলায় সঠিকভাবে ভাগ করে দেওয়া হবে।

0a61958520c568dc1704ed594d30d2ea original

নির্বাচন কমিশনের পরিকল্পনা কিছু জেলা ছাড়া প্রত্যেকটি জেলায় অন্তত ৫ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। এই কেন্দ্রীয় বাহিনী থাকবে জেলা পুলিশ সুপারদের তত্ত্বাবধানে। জানা গেছে কলকাতায় আপাতত ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। এরপর পূর্ব মেদিনীপুর ও মালদায় সাত কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রাখা হতে পারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর