বাংলা হান্ট ডেস্ক : বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) দামামা। নির্ঘণ্ট ঘোষণা না হলেও শাসক ও বিরোধী সমস্ত দলই নিজ নিজ ঘুঁটি সাজাতে ব্যস্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) তার রাজ্য সফর শুরু করে দিয়েছেন। এই যেমন শুক্রবার তিনি পা রেখেছেন বাংলায়। আরামবাগে সভাও সেরে ফেলেছেন। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তাঁর সাক্ষাতের (Modi Mamata Meeting) সম্ভাবনাও তৈরি হয়েছে বলে খবর।
উল্লেখ্য, দু’দিনের সফরে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এইদিন আরামবাগে সভা সেরে তিনি চলে যাবেন রাজভবনে। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে দেখা করবেন তিনি। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও মোদীর বৈঠক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও এই বৈঠককে নিছকই প্রোটোকল রক্ষা হিসেবে ব্যাখ্যা করছে নবান্ন। এর আগে, একশ দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন একটা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাৎকারকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : ‘পাকিস্তান বিজেপির শত্রু, আমাদের নয়’, কংগ্রেস নেতার মন্তব্য ঘিরে ভারত জুড়ে নিন্দার ঝড়
এদিকে মোদী মমতার এই বৈঠক নিয়ে সুর চড়িয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইদিন আরামবাগ থেকেই তিনি বলেন, ‘রাজভবনে প্রধানমন্ত্রীর পা ধরতে যাচ্ছেন! কিন্তু এ সব করে কোনও লাভ হবে না।’ যদিও তৃণমূলের দাবি, রাজ্যের প্রশাসনিক প্রধান এবং দেশের প্রশাসনিক প্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাৎ নিয়ে কোনও জল্পনা সৃষ্টি হওয়া উচিত নয়।
আরও পড়ুন : জঙ্গি হানা? ব্যাঙ্গালুরুর ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে গেলেন ৪ জন, চারিদিকে আতঙ্ক
মোদী-মমতার বৈঠক প্রসঙ্গে রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্য বলেন, ‘না গেলে খারাপ দেখাত। তাই মুখ্যমন্ত্রী রাজভবনে যাচ্ছেন। কিন্তু এমন মনে করার কোনও কারণ নেই যে, প্রধানমন্ত্রী আরামবাগের সভায় বাংলা সম্পর্কে যে অসত্য ভাষণ দিয়ে এসেছেন, আমাদের মুখ্যমন্ত্রী তা মেনে নিচ্ছেন!’ উল্লেখ্য, আজ বিজেপির কোনও রাজ্য নেতার সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কোনও খবর নেই। শোনা যাচ্ছে আগামী কাল কৃষ্ণনগরে সভায় বঙ্গ বিজেপির নেতৃত্বদের সাথে দেখা করে রাজ্য ছাড়বেন তিনি।