বাংলাহান্ট ডেস্ক : এখনো লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই অবস্থায় বিজেপির পক্ষ থেকে ১০০টি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচিত করা হল। বিভিন্ন সুত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এপ্রিল-মে মাসে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সাথে বৈঠক সারেন বৃহস্পতিবার মধ্যরাতে। সূত্রের খবর, এই বৈঠকে ১০০ টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম নির্বাচিত হয়েছে। জানা যাচ্ছে, বিজেপির পক্ষ থেকে এই প্রার্থীদের নাম আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এমনকি বেশ কিছু নতুন মুখ থাকতে পারে প্রার্থী তালিকায়।
আরোও পড়ুন : ‘রাজভবনে প্রধানমন্ত্রীর পা ধরতে যাচ্ছেন’, মোদীর সাথে বৈঠক ঘিরে মমতাকে বেনজির কটাক্ষ শুভেন্দুর
মহিলাদের নামও থাকতে পারে এই প্রার্থী তালিকায়।সূত্র মারফত পাওয়া আরো খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জে পি নাড্ডার মত বিজেপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী তালিকায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে খুব কম মার্জিনে যেসব আসনে বিজেপি পরাজিত হয়েছিল, সেই সব আসনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে।
আরোও পড়ুন : ডাইনোসর বাস করত বাংলাতেও? পুরুলিয়ায় মিলল জীবাশ্ম! অবাক করে দেবে গোটা ঘটনা
উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাট, আসাম, কেরালা ও তেলাঙ্গানা রাজ্যগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে গতকালের বৈঠকে। পাশাপাশি জানা যাচ্ছে, আসানসোলে তৃণমূল কংগ্রেস সাংসদ ও বলিউড তারকা শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে দাঁড় করানো হতে পারে ভোজপুরী তারকা পবন সিংকে।
https://twitter.com/TimesAlgebraIND/status/1763271147951722868?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1763271147951722868%7Ctwgr%5Ebe0a759e79c1d4280468becbe8414382b1ca93b4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-39942378773886914917.ampproject.net%2F2402141842000%2Fframe.html
ফলে সেয়ানে সেয়ানে লড়াই হবে আসানসোলে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি মুরালীধরনের মত রাজ্যসভার সাংসদরাও আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।