ভিলেন সেই চোট! সূর্যকুমার-শামির পাশাপাশি এবারের IPL মিস ৬ জন খেলোয়াড়ের, ক্ষতির মুখে এই দলগুলি

বাংলা হান্ট ডেস্ক: এই বছরের IPL (Indian Premier League)-এর মহাযুদ্ধ শুরু হতে আর বেশি বাকি নেই। সুচি অনুযায়ী, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম মরশুম। এদিকে, এই মেগা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বর্তমানে দল সাজাতে ব্যস্ত রয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে, বর্তমান মরশুমে IPL-এর দলগুলির কাছে খেলোয়াড়দের চোট একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে কারণে একাধিক খেলোয়াড় এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই জানানো হয়েছে চলতি বছরের IPL-এ চোটের কারণে খেলতে পারবেন না মহম্মদ শামি। এদিকে, তাঁর অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। এই সংক্রান্ত আপডেট তিনি নিজেই সামনে এনেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে, এবার আরও কিছু তারকার প্রসঙ্গে শুরু হয়েছে জল্পনা। শুধু তাই নয়, মনে করা হচ্ছে যে, তাঁদের মধ্যে কিছুজন IPL-এর পুরো মরশুম অথবা প্রথমার্ধটি হয়তো চোটের কারণে মিস করতে পারেন। যে তালিকায় রয়েছে ৬ জন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এমতাবস্থায়, চলুন জেনে নিই সেই খেলোয়ারদের সম্পর্কে।

১. মহম্মদ শামি: ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে, ২০২৪-এর IPL থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি। গত বছরের ODI বিশ্বকাপের পর তাঁকে আর মাঠে দেখা যায়নি। সম্প্রতি তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে। এমতাবস্থায়, আসন্ন T20 বিশ্বকাপেও তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন। এদিকে, তাঁর না খেলার বিষয়টি গুজরাট টাইটান্সকে যথেষ্ট ধাক্কা দিয়েছে।

২. শিবম দুবে: চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ খেলোয়াড় শিবম দুবেও চোটের কবলে পড়েছেন। এমনকি তিনি রঞ্জি ট্রফির সেমিফাইনালে তাঁর দল মুম্বাইয়ের হয়েও খেলতে পারছেন না। এমতাবস্থায়, IPL-এর প্রথমার্ধের কিছু ম্যাচ হয়তো তিনি নাও খেলতে পারেন।

৩. সুর্যকুমার যাদব: এদিকে, ফিটনেসের সমস্যায় জর্জরিত রয়েছেন ভারতের তারকা ব্যাটার সুর্যকুমার যাদব। বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই ক্রিকেটার রিহ্যাবে রয়েছেন বলে জানা গিয়েছে।

Apart from Suryakumar-Shami, this year's IPL misses 6 players

৪. রশিদ খান: উল্লেখ্য যে, গুজরাট টাইটান্সের আরও এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রশিদ খান বর্তমানে পিঠের সমস্যায় ভুগছেন। পাশাপাশি, তিনিও আপাতত মাঠের বাইরে রয়েছেন। তাই, এমন পরিস্থিতিতে রশিদ IPL-এর শুরু থেকে আদৌ খেলবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: জেনারেল বগির টিকিট নিয়ে AC কোচে উঠতেই রেগে আগুন TTE! মহিলা যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেললেন বাইরে

৫. ডেভিড ওয়ার্নার: অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার ডেভিড ওয়ার্নার ক্রিকেটের মাঠ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিচ্ছেন। শুধু তাই নয়, কেরিয়ারের শেষ অংশেও তাঁকে চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত মরশুমে ওয়ার্নার দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিকাংশ ম্যাচেই রানের মধ্যে ছিলেন।

আরও পড়ুন: IPL-এর আগেই ঘটে গেল বিপদ! সুপার বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন ৩.৬০ কোটি টাকার ভারতীয় খেলোয়াড়

৬. ডেভন কনওয়ে: নিউজিল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটারও চোটের সাথে বেশ লড়াই করছেন। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছেন। যার ফলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই তারকা ক্রিকেটার এখন রয়েছেন মাঠের বাইরে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর