বাংলা হান্ট ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। আর তার আগে তৈরী হচ্ছে প্রতিটি দল। বিভিন্ন রাজনৈতিক দল জোট বেঁধে অথবা অন্য কোনো উপায়ে ভোটে নামছে। বিজেপিও (Bhartiya Janta Party) তাদের শক্তিশালী স্ট্র্যাটেজি ঠিক করেই মাঠে নেমেছে। বাংলার বুকে আগেরবারের থেকে আরও বেশী আসন জিততে এবার আগে থেকেই প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। যেমন আসানসোল সিট থেকে প্রার্থী ঠিক করা হয় পবন সিংকে। সেইমতই সবকিছু ঠিক হয়, কিন্তু শেষ মুহূর্তে বাধ সাধেন পবন সিং নিজেই।
বিজেপির টিকিটে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করে সোমবার দিল্লি পৌঁছেছেন পবন সিং। সেখানে তিনি বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। এই বৈঠকের পর পবন সিং সংবাদমাধ্যমকে বলেন, ‘যা হবে ভালোই হবে’। যদিও তাদের মধ্যে কথোপকথনের কোনও বিবরণ দেননি তিনি। নির্বাচনে দাঁড়াবেন কিনা জিজ্ঞেস করলে উত্তর আসে ‘পরবর্তীতে যা ঘটবে তা ভালই হবে। এখন সময়ই এর পরের উত্তর দেবে। তবে যাই হোক না কেন সমস্ত কিছুর উত্তর শেয়ার করে নেব’।
উল্লেখ্য যে, শনিবার সন্ধ্যাবেলায় বিজেপি তাদের লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় সবমিলিয়ে মোট ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় ভোজপুরি তারকা পবন সিংকে বাংলার আসানসোল আসন থেকে প্রার্থী করেছিল বিজেপি। তবে, পবন সিং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা জানিয়েছেন। তিনি লিখেছিলেন, ‘আমি বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমার প্রতি বিশ্বাস করেই আসানসোল থেকে প্রার্থী করার ঘোষণা করে। কিন্তু কিছু কারণে আমি আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছিনা’।
আরও পড়ুন : দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে মোদী! শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী, কবে?
এদিকে আসানসোল লোকসভা আসনে পবন সিংকে প্রার্থী হিসাবে মনোনীত করার পরই পবন সিংয়ের পুরনো কিছু গান নিয়ে বিতর্ক শুরু হয়। আসলে পবন সিংয়ের একটি গানে বাংলার মহিলাদের উদ্দেশ্যে বিতর্কিত শব্দ রয়েছে। এই নিয়ে বেশ বিতর্কও হয়েছে। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আসানসোল লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থীর তৈরি বিষয়বস্তু দেখে আমি লজ্জায় মাথা নত করতে বাধ্য হচ্ছি। গণতন্ত্রের অবসান ঘনিয়ে এসেছে।’
আরও পড়ুন : ‘স্বামীকে বেঁধে আমায়…’, ঝাড়খণ্ডে ‘গণধর্ষিতা’ স্প্যানিশ মহিলা দিলেন বিষ্ফোরক জবানবন্দি
স্বাভাবিক ভাবেই এই ট্রেন্ডে গা ভাসায় রাজ্যের শাসকদল। দলের নেতা সাকেত গোখলে আসানসোল থেকে পবন সিংকে প্রার্থী করার জন্য বিজেপিকে কটাক্ষ করেন। সোশ্যাল মিডিয়ায় সাকেত গোখলে লেখেন, ‘পবন সিং মহিলাদের নিয়ে অশ্লীল ভিডিও বানায়।’ এক্ষেত্রে তৃণমূল মহিলাদের সম্মানকে ইস্যু করার চেষ্টা করে। আর এমন পরিস্থিতির কারণেই পবন সিং তার নাম প্রত্যাহার করেছেন কিনা তার উত্তর অবশ্য এখনো পাওয়া যায়নি।