বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে IPL (Indian Premier League)-এর পরেই সম্পন্ন হবে মেগা ICC T20 ওয়ার্ল্ড কাপ (ICC Men’s T20 World Cup)। এমতাবস্থায়, ভারতীয় দলের (India National Cricket Team) জন্য এই বছর ICC-র ট্রফি জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। উল্লেখ্য যে, এই বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এবং আমেরিকার (America) আয়োজনে সম্পন্ন হবে এই টুর্নামেন্ট। এদিকে, আগামী ৫ জুন আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে ভারতীয় দল প্রথম ম্যাচটি খেলবে।
তবে, দ্বিতীয় ম্যাচটি রয়েছে ৯ জুন। আর সেই ম্যাচটিকে ঘিরেই এখন থেকে উত্তেজনা রয়েছে তুঙ্গে। কারণ ওই ম্যাচে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের বিরুদ্ধে। এদিকে, তৃতীয় ম্যাচটি রয়েছে ১২ জুন। যেখানে ভারত খেলবে আমেরিকার বিপক্ষে। এই তিনটি ম্যাচই হবে নিউইয়র্কে। এমতাবস্থায়, একটি অবাক করা বিষয় সামনে এসেছে। উল্লেখ্য যে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই T20 বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে ICC।
এখান থেকে মিলছে ভারত-পাকিস্তানের টিকিট: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই এই সময়ে ভারত-পাকিস্তান সহ বাকি প্রায় সব ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। কিন্তু এখন খবর আসছে কিছু রিসেল প্ল্যাটফর্মে সব ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে। এমতাবস্থায়, এই টিকিটগুলি StubHub এবং SeatGeek প্ল্যাটফর্মে উপলব্ধ রয়েছে। এর মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, US টুডে-র মতে, ভারতীয় দলের দু’টি ম্যাচের টিকিটের দাম কোটি টাকায় পৌঁছেছে। যেখানে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম পৌঁছেছে ১.৮৬ কোটি টাকায়।
আরও পড়ুন: এবার ঘুম উড়বে PhonePe-Google Pay-র! লঞ্চ হল Flipkart UPI, গ্রাহকরা পাবেন একগুচ্ছ সুবিধা
এই প্ল্যাটফর্মে মিলছে সস্তা টিকিট: ICC-র মতে প্রথম পর্বে টিকিট বিক্রির সময়ে টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল প্রায় ৪৯৭ টাকা। যেখানে সর্বোচ্চ মূল্য রাখা হয়েছিল ৩৩,১৪৮ টাকা (ট্যাক্স ছাড়া)। এছাড়া কোনো অতিরিক্ত ফি নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। তবে, এই রিসেল প্ল্যাটফর্মগুলিতে উপলব্ধ VIP টিকিটের দাম প্রায় ৩৩.১৫ লক্ষ টাকা। এদিকে, এক্ষেত্রে যদি এই রিসেল প্ল্যাটফর্মগুলির ফি যোগ করা হয় সেক্ষেত্রে এই দামগুলি প্রায় ৪১.৪৪ লক্ষ টাকায় পৌঁছে যাবে।
আরও পড়ুন: আরবের মাটিতে এক টুকরো অযোধ্যা! আবু ধাবির মন্দিরে উপচে পড়ল ভিড়, পৌঁছলেন ৬৫,০০০ মানুষ
অপরদিকে, StubHub-এ ভারত-পাকিস্তান ম্যাচের জন্য সবচেয়ে সস্তার টিকিট হল ১.০৪ লক্ষ টাকার। যেখানে SeatGeek-এ সবচেয়ে দামি টিকিট হল ১.৮৬ কোটি টাকার। যেখানে এই প্ল্যাটফর্মগুলির ফিও অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৩ সালের ODI বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সবচেয়ে দামি টিকিটের দাম ছিল ৫৭.১৭ লক্ষ টাকা।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…