এবার eSIM পরিষেবা আনছে Vi! কপাল খুলছে গ্রাহকদের, দেখুন কীভাবে চালু করবেন সুবিধাটি

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য মোবাইল নেটওয়ার্ক ছিল Vodafone। তবে রিলায়েন্স জিওর বাজারে আসার পর বদলে গেছে দেশের টেলিকম মানচিত্র। বহু টেলিকম সংস্থা ঝাঁপ ফেলতে বাধ্য হয়েছে। আবার অনেক টেলিকম সংস্থা মার্জ হয়েছে। একদা ভারতের অন্যতম শক্তিশালী টেলিকম অপারেটর ভোডাফোন ইন্ডিয়া মার্জ হয়ে যায় আইডিয়া সেলুলয়রের সাথে।

ভোডাফোন ও আইডিয়া একত্রে নতুন ব্র্যান্ড vi নামে আত্মপ্রকাশ করে। তবে প্রযুক্তিগত দিক থেকে vi অন্যান্য টেলিকম সংস্থাগুলির থেকে বেশ পিছিয়ে রয়েছে। একদিকে যেমন এই সংস্থা গোটা ভারতবর্ষ জুড়ে ঠিকভাবে 5জি পরিষেবা চালু করতে পারেনি, অন্যদিকে এই সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে গ্রাহকদের।

আরোও পড়ুন : ঐতিহাসিক মুহূর্ত! মোদির হাত ধরেই যাত্রা শুরু দেশের প্রথম জলের তলার মেট্রোর, উদ্বোধনে নেই মমতা

এরফলে ক্রমাগত গ্রাহক হারাচ্ছে ভোডাফোন আইডিয়া বা vi। তবে মার্চের শুরুতেই সবাইকে চমকে দিয়ে একটি নতুন ঘোষণা করেছে এই সংস্থা। এবার থেকে ভোডাফোন আইডিয়া শুরু করতে চলেছে eSIM পরিষেবা। এতদিন পর্যন্ত Jio এবং Airtel eSIM পরিষেবা দিত। তবে এবার এই দুই সংস্থাকে টেক্কা দিতে আসরে নামল ভোডাফোন আইডিয়া।

দেশের বেশ কিছু শহরে আপাতত ভোডাফোন আইডিয়া eSIM পরিষেবা প্রদান করবে। মুম্বাই, মহারাষ্ট্র এবং গোয়ার প্রিপেইড গ্রাহকদের জন্য ভোডাফোন আইডিয়া eSIM পরিষেবা নিয়ে এসেছে। eSIM সমর্থনকারী স্মার্টফোন বা স্মার্টওয়াচে ভোডাফোন আইডিয়া গ্রাহকরা এবার থেকে এই ভার্চুয়াল সিম ব্যবহার করতে পারবেন।

আরোও পড়ুন : আমজনতার মাথায় হাত! পেটিএমের পর এবার এই আর্থিক সংস্থা, ব্যান করে দিল RBI

ভি গ্রাহকরা ১৯৯ নম্বরে একটি এসএমএস পাঠিয়ে সক্রিয় করতে পারেন eSIM পরিষেবা। ১৯৯ নম্বরে ভি গ্রাহকদের “eSIM <space> [আপনার নিবন্ধিত ইমেল আইডি]” লিখে এসএমএস পাঠাতে হবে। এরপর কনফার্মেশন মেসেজ পেলে আপনাকে ১৫ মিনিটের মধ্যে “ESIMY” লিখে রিপ্লাই দিতে হবে। কিছুক্ষনের মধ্যেই আপনাকে ফোন করা হবে কোম্পানির পক্ষ থেকে।

vi esim image small 1630070364642

তারপর আপনি আপনার রেজিস্টার্ড ইমেল আইডিতে একটি কিউআর কোড পাবেন। তারপর আপনাকে আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে “মোবাইল পরিষেবা” অপশনে ক্লিক করতে হবে। সেখানে eSIM যোগ করার বিকল্প পাবেন। সেখান থেকে কিউআর কোড স্ক্যান করলে ৩০ মিনিটের মধ্যে আপনার ই-সিম সক্রিয় হয়ে যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর