‘এতদিন বলিনি, আজ বলছি’, পরিবার বিতর্কে যোগ্য জবাব মোদীর, থরহরিকম্প বিরোধী শিবির

বাংলা হান্ট ডেস্ক : আরামবাগ, কৃষ্ণনগরের পর মোদীর (Narendra Modi) নজর বারাসাতে (Barasat)। এই রাজ্যে এটাই প্রধানমন্ত্রীর তৃতীয় সভা। তবে এই সভার বিশেষত্ব হল, বারাসাতের পাশেই রয়েছে বসিরহাট (Basirhat) লোকসভা কেন্দ্র। আর সেই বসিরহাটেরই অন্তর্গত এলাকা হল ‘সন্দেশখালি’ (Sandeshkhali)। যে ‘সন্দেশখালি’ নিয়ে তোলপাড় গোটা রাজ্য। স্বাভাবিকভাবেই এইদিন তৃণমূল বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের কুকর্ম নিয়ে সুর চড়াবেন নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকাল থেকেই গোটা বারাসাত জুড়ে সাজো সাজো রব। সন্দেশখালির মহিলারাও পাড়ি দিয়েছেন মোদীর সভার উদ্দেশ্যে‌। এছাড়াও এইদিন সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ আনুষ্ঠানিক ভাবে গঙ্গার তলার মেট্রো পরিষেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও কলকাতা মেট্রোর অন্য আরও দুটি রুট বৃদ্ধি করার যে আলোচনা চলছিল, ভার্চুয়াল মাধ্যমে সেই পরিষেবারও উদ্বোধন করলেন মোদী।

তবে কেবল প্রকল্প উদ্বোধনের থেমে থাকেনি মোদীর সমাবেশ। বিরোধীদের আক্রমণ করার পাশাপাশি এইদিন তাকে ঘিরে হওয়া পরিবার বিতর্কেরও জবাব দিলেন তিনি। মোদীর কথায়, ‘কেন্দ্রে এনডিএ ফিরবে, এটা নিশ্চিত দেখে ইন্ডি জোটের নেতারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আর এখন তারা মোদীকে গালি দিতে শুরু করে দিয়েছে। আজকাল ইন্ডি জোটের লোকেরা আমার পরিবার নিয়ে বলছে। তারা বলে, আমার নিজের পরিবার নেই, তাই পরিবারতন্ত্র নিয়ে কথা বলতে পারি।’

আরও পড়ুন : বসিরহাট থেকে BJP প্রার্থী মহম্মদ শামি? বাংলায় মোদীর মাস্টারস্ট্রোক, ভোটের আগে জব্বর খবর

modi

এখানেই থেমে থাকেননি তিনি। নিজের পরিবারের কথা বলতে গিয়ে নমো বলেন, ‘বাংলার প্রত্যেক মা-বোনেরা আমার পরিবার।’ মোদীর আরও সংযোজন, ‘আমার জন্য বাংলার মা-বোনেরা দুর্গার মতো উঠে দাঁড়ায়। আজকে দেশের সব পরিবার নিজেদের মোদীর পরিবার হিসেবে পরিচয় দিচ্ছে। আজকে দেশের সব গরিব বলছে, আমরা মোদীর পরিবার।’

আরও পড়ুন: CBI-র হাতে তুলে দেয়নি পুলিশ, এবার শাহজাহানের বিরুদ্ধে চরম অ্যাকশন ইডির! বাজেয়াপ্ত বিপুল সম্পত্তি

শুধু কি তাই! এইদিন সভায় প্রধানমন্ত্রী শোনালেন তাঁর জীবন সংগ্রামের কথা। তিনি জানালেন, কীভাবে অল্প বয়সে তিনি কেবল একটা ঝোলা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন। পকেটে একটা পয়সা না থাকা সত্ত্বেও একটা দিনও তাকে না খেয়ে থাকতে হয়নি। কোথাও না কোথাও ঠিক তার খাবার জুটে গেছিল। নমো বলেন, ‘কোনও না কোনও মা-বাবা, কোনও বোন, আমাকে প্রশ্নটা করেই ফেলত, ‘বাবা তুমি কি কিছু খেয়েছো?’ তাই আমি বলি, এটাই আমার পরিবার। ১৪৪ কোটে দেশবাসী আমার পরিবার।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর