ধনী চাওয়ালা, বিল গেটসকে চা খাওয়ানো ডলির মোট সম্পত্তি কত? জেনে চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : লম্বা চুল, গলায় হার-হাতে বালা-চোখে সানগ্লাস-কানে তিন-চারটে দুল! সব মিলিয়ে যেন এক বিচিত্র সাজ। আর এই ভিন্ন ধরনের সাজপোশাকের জেরেই আমজনতার নজর কেড়েছেন তিনি। অবশ্য, শুধু সাজগোজের কারণেই নয়, তাকে পছন্দ করার আরোও একটি বড় কারণ হল তার হাতের বানানো চা।

এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কার কথা বলা হচ্ছে? চর্চা চলছে বিখ্যাত চায়ওয়ালা ডলিকে নিয়ে। মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা ডলি। গত কয়েক দশক ধরে তাঁকে সকলে চেনে ‘ডলি চায়ওয়ালা’ নামেই। তাকে চা-ওয়ালাদের’আইকন’ বললেও অত্যুক্তি হবে না। রীতিমতো নেট দুনিয়ায় সেনসেশন তিনি।

আরোও পড়ুন : ফের কর্মী নিয়োগ হতে চলেছে WBPSC-এর মাধ্যমে, মাস গেলে মিলবে ৩৫,৮০০ টাকা বেতন

বলা বাহুল্য, তার তৈরি চায়ে চুমুক দিয়ে গলে গিয়েছেন খোদ মাইক্রোসফটের কর্নাধার। বিল গেটসকে চা পরিবেশন করার পর ডলি চাওয়ালা বলেন, “আমার মোটেও ধারণা ছিল না। আমি ভেবেছিলাম তিনি বিদেশ থেকে আসা একজন ব্যক্তি। তাই আমার তাঁকে চা পরিবেশন করা উচিত। পরের দিন আমি যখন নাগপুরে ফিরে যাই, তখন দেখি ‘ আমি কাকে চা পরিবেশন করেছি’!

আরোও পড়ুন : ইঞ্জিনিয়ার থেকে IAS, এক চান্সেই UPSC ক্লিয়ার করে নজির গড়লেন সৃষ্টি

বিল গেটস্ অবশ্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ডলিকে।এদিকে, চা বিক্রির অনন্য স্টাইলের জন্য ডলি রাতারাতি তারকা হয়ে উঠেছেন। শুধু চা বিক্রি করে তিনি যে সম্পত্তি বানিয়ে ফেলেছেন তা রীতিমতো ঈর্ষণীয়। সেই কারণেই মানুষ ডলি চাওয়ালা সম্পর্কে খুঁটিনাটি জানতে চাইছে। সবাই জানতে চায়, মাসে কত টাকা উপার্জন করেন এই চা বিক্রেতা? 

chaiwala

জানা গিয়েছে, ডলি প্রায় ১০ লক্ষ টাকার সম্পত্তির মালিক। ডলি চাওয়ালা প্রতিদিন চা বিক্রি করে ৩৫০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত আয় করেন। শুধু তাই নয়, প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করেন ডলি চাওয়ালা। ডলি চাওয়ালা প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চা বিক্রি করেন। এক কাপ চায়ের দাম শুরু হয় ৭ টাকা থেকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর