পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! সোশ্যাল মিডিয়ায় এ কার নম্বর দিয়ে দিলেন শুভেন্দু? শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে সিবিআই হেফাজতে আছেন সন্দেশখালি কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। সিআইডি হেফাজত থেকে সিবিআই হেফাজতে আসার পর তাঁর ‘রোয়াব’ অনেকটাই কমেছে। সিবিআই সূত্রে খবর, দলের লোকেরাই তাঁকে ফাঁসিয়েছে বলে দাবি করেছেন সন্দেশখালির ‘বাঘ’। এই আবহে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সন্দেশখালির ঘটনা নিয়ে একাধিকবার মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। এবার সরাসরি রাজ্য পুলিশকে নিশানা করলেন তিনি। বিজেপি (BJP) নেতার দাবি, শাহজাহানের ফোনের তথ্য নষ্ট করেছে রাজ্য পুলিশ (State Police)। শুধু তাই নয়, একজন পুলিশ অফিসারের নামও উল্লেখ করেছেন তিনি।

শনিবার দুপুরে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু। সেখানে লিখেছেন, ‘শাহজাহান যখন মমতা পুলিশের ‘আশ্রয়ে’ ছিল, ‘তথাকথিত’ গ্রেফতারের আগে, তখন ‘আমিনুল’ নামের একজন মমতা পুলিশ অফিসার (আনঅফিশিয়ালি) তাঁর আইফোন থ্রি বাজেয়াপ্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে তুলে দেয়’।

শুভেন্দুর দাবি, তাঁর বিশ্বস্ত সূত্র ফোনটির (Mobile Phone) অবস্থান সম্বন্ধে নিশ্চিত নয়। সেটি পুলিশের হেফাজতে আছে নাকি সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে সেই বিষয়ে কোনও ধারণা নেই। সিবিআইকে (CBI) ট্যাগ করে এই বিষয়ে নজর দেওয়ার অনুরোধ করেছেন বিজেপি নেতা। একইসঙ্গে শাহজাহানের সংশ্লিষ্ট ফোনে যে নম্বর ব্যবহার করা হতো সেটিও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুনঃ চাপে শাহজাহান! ইডি পেটানোর ৮ মূলচক্রীর নাম হাতে পেল CBI, এবার যা ঘটাতে চলেছে গোয়েন্দারা…

শুভেন্দুর দাবি, এই ফোনটি ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের (TMC) শীর্ষস্থানীয়দের সঙ্গে যোগাযোগ করতেন সন্দেশখালির (Sandeshkhali) ‘বেতাজ বাদশা’। প্রসঙ্গত, শাহজাহান সিবিআই হেফাজতে আসার পর সন্দেশখালির তৃণমূল (Trinamool Congress) বিধায়ক স্বীকার করে নিয়েছেন, ৫ জানুয়ারি সকালে তাঁর সঙ্গে শাহজাহানের ফোনে কথা হয়েছিল। তবে সুকুমার মাহাতোর দাবি, তিনি ইডির ওপর হামলা না করার পরামর্শ দিয়েছিলেন।

suvendu adhikari sheikh shahjahan

এছাড়া সেই সময় স্থানীয় তৃণমূল নেতাদের শাহজাহান আরও দু’টি ফোন করেছিলেন বলে খবর। শাহজাহান প্রথমে দাবি করেছিলেন, লোকে তাঁকে ভালোবাসে, সেই কারণে ৫ জানুয়ারি ইডি আসছে শুনে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন। তবে সিবিআই সূত্রে খবর, ইলেকট্রনিক এভিডেন্স অন্য কথা বলছে। শোনা যাচ্ছে, ইডির ওপর হামলার ৮ ‘মূলচক্রী’র নাম ইতিমধ্যেই নাম হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! শাহজাহান ঘনিষ্ঠ এই ৮ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ ইস্যু করা হতে পারে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর