মিলল না ফার্স্ট পজিশন! তবুও TRP লিস্টে খেল দেখাচ্ছে বঁধুয়া, দেখুন রেটিংয়ে কে কত নম্বর পেল

বাংলাহান্ট ডেস্ক : বাংলা মেগা সিরিয়ালগুলি এখন প্রত্যেকটি বাড়ির ড্রইং রুমের অঙ্গ হয়ে উঠেছে। প্রায় সব বাড়িতেই বিকাল থেকে শুরু হয়ে যায় সিরিয়াল দেখার পর্ব। ছোট থেকে বড়, প্রায় প্রত্যেকেই মুগ্ধ কোনও না কোনও ধারাবাহিকে। নন ফিকশন থেকে শুরু করে মেগা ধারাবাহিকগুলির রেজাল্ট অর্থাৎ টিআরপি লিস্ট প্রকাশিত হয় প্রতি বৃহস্পতিবার।

এই TRP লিস্টে চোখ বোলালেই বোঝা কোন ধারাবাহিক দর্শকের কাছে হয়ে উঠেছে প্রিয়, আবার কোন ধারাবাহিকের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শকরা। এই সপ্তাহের TRP লিস্ট দেখলে অনেকেই অবাক হয়ে যাবেন। জি বাংলা থেকে স্টার জলসা, বেশ কিছু নতুন সিরিয়াল এবার জায়গা করে নিয়েছে TRP লিস্টে।

আরোও পড়ুন : কাজ নেই বাংলায়, পেট চালাতে ভিন রাজ্যে যাওয়াই হল কাল! বেঘোরে প্রাণ গেল বনগাঁর ৩ যুবকের

গত সপ্তাহে জগদ্ধাত্রীকে পিছনে ফেলে TRP লিস্টে সেরার জায়গা দখল করেছিল নিম ফুলের মধু। তবে এই সপ্তাহে লিস্টে কোন ধারাবাহিক উঠে এল সেরার স্থানে? কোন ধারাবাহিকইবা পিছনের সারিতে হাঁটল? জি বাংলার নিম ফুলের মধুতে এখন চলছে টানটান উত্তেজনা। বাড়ির গৃহিণীরা মুখিয়ে আছে আসন্ন পর্বগুলো দেখার জন্য।

আরোও পড়ুন : বড় ঘোষণা পূর্ব রেলের, হোলিতে ছুটবে একাধিক অতিরিক্ত ট্রেন! জানুন কোথা থেকে কোথায়

পর্ণা-সৃজনের জীবনে আসতে চলেছে নতুন অতিথি, অর্থাৎ মা হতে চলেছে পর্ণা। অন্যদিকে নিজের জীবিত বাবার শ্রাদ্ধ করতে চলেছে অয়ন। সে আর মৌমিতা চুরি করেছে সৃজনের লটারির টিকিট। একসাথে এত ঘটনার বাড়বাড়ন্ত দর্শকদের মোহিত করেছে। এই সপ্তাহে TRP লিস্টে কোন ধারাবাহিক কত নম্বরে রয়েছে দেখে নেওয়া যাক:

24th august target rating point list bengali serials anurager chhowa first jagadhatri second see complete trp list 1500x785

প্রথম: নিম ফুলের মধু (৮.৩)

দ্বিতীয়: জগধাত্রী (৮.২)

তৃতীয়: ফুলকি (৮.০)

চতুর্থ: গীতা LLB (৭.৯)

পঞ্চম: কথা (৭.৩)

ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে (৭.২)

সপ্তম: কার কাছে কই মনের কথা (৬.৫)

অষ্টম: অনুরাগের ছোয়া (৬.৩)

নবম: বঁধুয়া (৬.২)

দশম: আলোর কোলে (৫.৭)

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর